Mothers Day 2022: চিঠি, ছবি, উপহার, বিশেষ দিনে মাকে নিয়ে একটু আহ্লাদ না হয় হলই
পান থেকে চুন খসলে যত রাগ গিয়ে পড়ে তাঁর উপর। আবার তাঁকে ছাড়া চলে না এক মুহূর্ত। যত আবদার, ওজর-আপত্তি, সব কিছুই হাসিমুখে মেনে নেন মায়েরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু জীবনে তাঁকে কত দরকার, মুখ ফুটে বলা আর হয় না। ভালবাসা বলে বোঝাতে হয় না অবশ্যই, কিন্তু বিশেষ দিনগুলিতে মায়ের একটু যত্ন নেওয়া যায় বইকি! তাই রবিবার আন্তর্জাতিক মাতৃদিবসে, মাকে নিয়ে একটু আহ্লাদ হলই বা!
যাঁর হাতে সবকিছু, তাঁকে আর বিশেষ কী দেওয়া যায়! কিন্তু সব দায়-দায়িত্ব, ঝামেলা থেকে একদিন মাকে ছুটি দেওয়া যেতেই পারে। একদিন ছুটি দিলে কেমন হয়! বছরের এই একটি দিন না হয় নিজের পছন্দ নিয়ে কাটালেন তিনি!
ব্রেকফাস্ট থেকে ডিনার, রান্নাঘরের দায়-দায়িত্ব মায়ের ঘাড়েই থাকে বছরভর। এই দিনটিতে না হয় তাঁকেই রেঁধে খাওয়ালেন পঞ্চব্যাঞ্জন। নৈশভোজ সারেত পারেন কোনও রেস্তঁরায়। দুপুরের খাওয়া দাওয়া হোক বাড়িতেই।
নিজে রোজগেরে হওয়ার পর মায়ের পছন্দ আর মনে ধরে না। এই দিনটিতে মাকে নিয়ে কেনাকাটায় বেরোতে পারেন। সময় কাটানোর পাশাপাশি সময়ের সঙ্গে পরিবর্তিত পছন্দ-অপছন্দও জানা হয়ে যাবে।
রবিবার ছুটির দিন। বন্ধু বা বিশেষ জনের সঙ্গে নিশ্চয়ই কোনও প্ল্যান আছে! সব বাতিল করে আজ মায়ের সঙ্গে সময় কাটানো যায়। একসঙ্গে সিনেমা দেখে, গল্প করে একাকীত্ব কাটিয়ে তুলুন মায়ের।
মনের সব কথা যিনি জানেন, তাঁকে সারপ্রাইজ করা বেশ মুশকিল। কিন্তু বিশেষ দিনে হালকা গয়না উপহার দিতে পারেন মাকে। পছন্দের লেখকের গল্পসমগ্র অথবা ভাল একটি শাড়িও দেওয়া যায়।
সংসারের কাজ সেরে নিজের যত্ন নেওয়া হয়না মায়েদের। বিশেষ দিনটিতে তাই ভাল স্যালোঁ বা স্পা-তে মায়ের জন্য বুকিং করাতে পারেন।
দায়-দায়িত্ব সামলাতেই কেটে গিয়েছে জীবনের অনেকটা সময়। ছেলেমেয়ে ব্যস্ত হয়ে পড়ায় গ্রাস করেছে একাকীত্ব। তাই একাবোধ যাতে না করেন মা, তার জন্য দিতে পারেন ভাল গ্যাজেটসও। ফাঁকা সময়ে সচক্ষে যেমন খোঁজ নেওয়ায় হয়, আবার মা-ও নিজেকে ব্যস্ত রাখতে পারেন।
ব্যক্তিগত অনুভূতি বোঝাতে টুকরো স্মৃতি তুলে ধরতে পারেন মায়ের কাছে। তার জন্য জীবনের বিশেষ, মুহূর্তের ছবি সাজিয়ে অ্যালবাম বা হাতে লেখা চিঠিও দিতে পারেন মাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -