Mukesh Ambani: ২৭ তলার বাড়িতে থাকেন কয়েকশোজন, মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়ার বিষয়ে বিস্ময়কর কিছু তথ্য
Mukesh Ambani home Antilia: মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়া বিশ্বের সবচেয়ে দামি বাড়িগুলোর মধ্যে একটি। এর আনুমানিক মূল্য প্রায় ১৪ হাজার কোটি টাকা।
Continues below advertisement
মুকেশ আম্বানির বাড়িটি প্রায় ২৭ তলা উঁচু
Continues below advertisement
1/9
অ্যান্টিলিয়ার নির্মাণকাজ ২০১০ সালে সম্পন্ন হয়েছিল এবং এটি প্রায় ২৭ তলা বিশিষ্ট একটি বিলাসবহুল বাড়ি। এর উচ্চতা ১৭৩ মিটারের বেশি।
2/9
এই বাড়িটি ডিজাইন করেছে 'Perkins & Will' এবং এর ইন্টেরিয়র ডিজাইনিংয়ের দায়িত্বে ছিল'Hirsch Bedner Associates'। অ্যান্টিলিয়ার অন্যতম আকর্ষণীয় বিষয় হল প্রতিটি তলার উচ্চতা দ্বিগুণ, যা এটিকে বেশ বিশেষ করে তোলে।
3/9
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অ্যান্টিলিয়ার মোট ক্ষেত্রফল প্রায় ৪ লাখ স্কোয়ার ফিট। এতে অনেক আবাসিক এলাকা, অতিথিদের থাকার আলাদা জায়গা, খেলাধুলার জায়গা থেকে বিনোদনের জন্য একটি ভিন্ন তলা পর্যন্ত রয়েছে।
4/9
একসঙ্গে ১৬৮টি গাড়ির পার্কিংয়ের সুবিধা রয়েছে অ্যান্টিলিয়ায়। এছাড়াও নয়টি উচ্চ-গতির লিফট, তিনটি হেলিপ্যাড এবং একটি এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সিস্টেমও আম্বানিদের এই বাড়িতে বিদ্যমান।
5/9
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী মুকেশ আম্বানিদের এই বাড়িতে ৫০ সিটের প্রাইভেট থিয়েটার, স্পা, যোগা সেন্টার, সুইমিং পুল, বলরুম এবং একটি মন্দির আছে।
Continues below advertisement
6/9
তবে এত উঁচু বাড়ি তো ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হতে পারে। এখানেও রয়েছে বিশেষত্ব। এটি ৮ রিখটার স্কেল পর্যন্ত ভূমিকম্প সহ্য করতে সক্ষম।
7/9
অ্যান্টিলিয়াকে রক্ষণাবেক্ষণ করতে প্রায় ৬০০ জন কর্মী কাজ করে। এই বাড়ির রক্ষণাবেক্ষণের জন্যই মাসিক প্রায় ২.৫ কোটি টাকা মতো খরচ হয় বলে শোনা যায়।
8/9
অ্যান্টেলিয়ার নিরাপত্তা ব্যবস্থা বেশ কঠিন। অতীতে বহুবার এই বাড়িটি উড়িয়ে দেওয়ার হুমকি হয়েছে বলেই এর আশেপাশে এত আঁটসাঁট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
9/9
আনুমানিক ১৪ হাজার কোটি টাকার এই বাড়িটিতে আম্বানি পরিবার বাদেও কিন্তু মোট ৬০০ জন কর্মচারী থাকে বলে শোনা যায়। এই বিষয়গুলিই অ্যান্টিলিয়াকে বিশেষ করে তোলে।
Published at : 10 Oct 2025 09:39 PM (IST)