Monsoon Diet: বর্ষাকালে পাতে রাখতেই হবে কোন খাবারগুলি? রইল তালিকা
Diet Plan: স্বাস্থ্যকর খাবার শরীর সুস্থ রাখার চাবিকাঠি। কোন কোন খাবার রাখবেন পাতে?
ফাইল ছবি
1/9
স্বাস্থ্যকর খাবার শরীর সুস্থ রাখার চাবিকাঠি। আবহাওয়ার পরিবর্তনের কারণে অনেকেই বর্ষাকালে বেশি অসুস্থ হয়ে পড়েন। এই সময় তাই পুষ্টিকর খাওয়া উচিত।
2/9
কোন কোন খাবার রাখবেন পাতে? পুষ্টিকর খাবার মানেই অনেকটা খাওয়া নয়। মনে রাখতে ডায়েটে যেন থাকে মরসুমি ফল এবং সবজি। তবেই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে।
3/9
লিচুতে রয়েছে পটাশিয়াম, কপার, ভিটামিন C-এর মতো উপাদান রয়েছে। হজম ক্ষমতা বৃদ্ধি করে, বদহজম দূর করে, ঠান্ডা লাগা থেকে রেহাই দেয়।
4/9
এই ফলে রয়েছে ভিটামিন C, K, কপার, পটাশিয়াম, ফাইবার। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
5/9
আপেলে আছে ফসফরাস, আয়রন, ম্যাগনেশিয়াম, ভিটামিন A, B1, B2, C। বছরের যে কোনও সময় এই ফল খাওয়া যেতে পারে।
6/9
কালো আঙুরে আছে ভিটামিন C, ফাইবার, আয়রন। ডায়বেটিসে আক্রান্তদের জন্য উপকারী ফল। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে।
7/9
লাউ অত্যন্ত পুষ্টিকর সবজি। এতে আছে, ভিটামিন B, C এবং অ্যান্টিঅক্সিডেন্ট। পেটের সমস্যা দূর করে এই সবজি।
8/9
উচ্ছের মধ্যে রয়েছে ভিটামিন C, অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল। বছরের যে কোনও সময় খাওয়া যেতে পারে এই সবজি। রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।
9/9
ম্যাঙ্গানিজ, ফাইবার, ভিটামিন C, পটাশিয়াম, আয়রন সমৃদ্ধ বিটে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। জুস, স্যুপ, স্যালাড হিসেবে খাওয়া যেতে পারে।
Published at : 18 Aug 2022 01:17 PM (IST)