Urvashi Rautela Pics:৭০ লাখি ব্রেসলেট! মহার্ঘ শাড়ি, উর্বশী রউতেলার জমকালো লুকের খরচ কত জানেন?
বলিউড অভিনেত্রী উর্বশী রউতেলার কোনও সিনেমা এখনও পর্যন্ত সেভাবে সাফল্য পায়নি। কিন্তু স্টাইল ও সৌন্দর্যর জন্য তিনি নিয়মিতই আলোচনার কেন্দ্রে থাকেন। তিনি এমনই এক অভিনেত্রী যাঁর স্টাইল সবাইকে মুগ্ধ করে। নিজের লুক ও ঝলমলে সৌন্দর্যের জন্য উর্বশী বেশ দামী স্টাইল অনুসরণ করেন। সে মহার্ঘ ফ্যাশনেবল ড্রেসই হোক বা গয়না। বিগত কিছুদিনে উর্বশীকে খুব দামী আউটফিটস ও মহার্ঘ গয়নায় সজ্জিত থাকতে দেখা গিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্বখ্যাত ডিজাইনার ডোনাটেল্লা ভার্সেস উর্বশীকে একটি মিউজিক ভিডিও-র জন্য ভার্সাস বেবি লুক দিয়েছিলেন। এই লুকের জন্য খরচ জানতে চোখ কপালে উঠবে। মাত্র ছয় মিনিটের ভিডিও-র জন্য উর্বশী ১৫ কোটি টাকার গয়না ও আউটফিট পরেছিলেন।
এই ছবিতে উর্বশী ইতালি ও ফ্রান্সের বিখ্যাত ডিজাইনার কার্টিয়ের অ্যান্ড বিভিলগ্যারির ব্রেসলেট পরেছিলেন। সোনা ও হিরে দিয়ে তৈরি এই ব্রেসলেটের দাম ৭০ লক্ষ টাকা। সোনালি রঙের আউটফিটে উর্বশীর ব্রেসলেট সবার নজর কেড়ে নিয়েছিল।
গত জুন মাসে উর্বশী অভিনয় জগত থেকে রাজনীতির আঙিনায় পা রাখা মনোজ কুমারের নাতির মেহেন্দি অনুষ্ঠানে ৫৮ লক্ষ টাকার এই লুক ক্যারি করেছিলেন উর্বশী। তাঁকে গুজরাতি পটোলা শাড়িতে দেখা গিয়েছিল, যার দাম সোয়া ৪ লক্ষ টাকা। সেইসঙ্গে হাতে ছিল ২৪ লাখি কঙ্গন। তাঁর এই পুরো লুকের খরচ ছিল ৫৮,৭৫,৫০০ টাকা।
৬২ লক্ষ টাকার বান্ধনি লেহঙ্গা লুকে এই ছবি এই বিয়ের অনুষ্ঠানেরই, যেখানে উর্বশী ৬২ লাখি খরচের লুক ক্যারি করেছিলেন। উর্বশী আশা গৌতমের ডিজাইনে তৈরি ৪০ লাখের বান্ধনি লুকের লেহঙ্গা পরেছিলেন। সেইসঙ্গে ছিল জুয়েলারি।
একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উর্বশী লাল রঙের শিমরি ড্রেসে দেখা গিয়েছিল উর্বশীকে। ব্রেসলেট থেকে মহার্ঘ আংটি- সবমিলিয়ে এই লুকের খরচ ৩৫ লক্ষ টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -