Nail Biting Bad Habit: দাঁতে নখ কাটেন? অজান্তেই ডেকে আনছেন চরম বিপদ

Nail Biting: দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস অনেকেরই রয়েছে। কেউ অভ্যাস একাজ করেন। কেউ টেনশনে আনমনে দাঁত দিয়ে নখ ছিঁড়তে থাকেন। যাঁদের এইসব প্রবণতা রয়েছে তাঁদের ক্ষেত্রে দেখা দিতে পারে একাধিক সমস্যা।

ছবি সূত্র- পিক্সেলস

1/10
ছবি সৌজন্যে- পিক্সেলস। দাঁত দিয়ে নখ কাটা কিংবা বলা ভাল দাঁত দিয়ে নখ ছেঁড়ার অভ্যাস অনেকেরই রয়েছে। আসলে এটি এক ধরনের বদভ্যাস যা ডেকে আনে অনেক সমস্যা।
2/10
ছবি সৌজন্যে- পিক্সেলস। দাঁত দিয়ে নখ কাটলে আপনার নখের শেপ বা আকৃতি নষ্ট হয়ে যাবে। সঠিক ভাবে নখ বৃদ্ধি পাবে না।
3/10
ছবি সৌজন্যে- পিক্সেলস। দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস থাকলে আপনার নখের গঠন দুর্বল হয়ে পড়বে। ফলে সহজে নখ ভেঙে যাবে। অর্থাৎ নখ ভঙ্গুর প্রকৃতির হয়ে যাবে।
4/10
ছবি সৌজন্যে- পিক্সেলস। দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস নখের আশপাশে চামড়ায় প্রভাব ফেলবে। এর পাশাপাশি নখের কিউটিকল দুর্বল হয়ে যাবে। নখের সঠিক বৃদ্ধি ঘটবে না।
5/10
ছবি সৌজন্যে- পিক্সেলস। দাঁতে নখ কাটলে যে শুধু নখের সমস্যাই দেখা দেবে তা কিন্তু নয়। আপনার মুখে এবং দাঁতেও সমস্যা হতে পারে।
6/10
ছবি সৌজন্যে- পিক্সেলস। দাঁতে নখ কাটলে নখের মধ্যে থাকা নোংরা সরাসরি মুখে গিয়ে আমাদের শরীরে প্রবেশ করবে। তার ফলে বাড়বে পেটের সমস্যা, বিভিন্ন সংক্রমণ।
7/10
ছবি সৌজন্যে- পিক্সেলস। দাঁতে নখ কাটার অভ্যাস যাঁদের অনেকদিনের তাঁদের নখে ইনফেকশন হতে পারে। ফাঙ্গাল ইনফেকশন হয়ে যেতে পারে আপনার নখে।
8/10
ছবি সৌজন্যে- পিক্সেলস। এর পাশাপাশি দাঁতে নখ কাটলে নখের আঘাতে আপনার ঠোঁট, চোয়াল এইসব অংশে কেটে যেতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে দাঁতের মাড়িও।
9/10
ছবি সৌজন্যে- পিক্সেলস। দাঁতে নখ কাটার অভ্যাস ক্ষতি করবে আপনার আঙুল, নখ এবং কিউটিকলসের মধ্যে থাকা বিভিন্ন টিস্যুর। অসাবধানে ব্যথা পেতে পারেন আপনি।
10/10
ছবি সৌজন্যে- পিক্সেলস। যেহেতু দাঁত দিয়ে নখ কাটছেন তার ফলে নখ এবং আঙুলের পাশাপাশি দাঁতের আশপাশে থাকা সফট টিস্যুও ক্ষতিগ্রস্ত হতে পারে। কেটে ছরে যেতে পারে।
Sponsored Links by Taboola