Nail Care Tips: খুব সহজেই ভেঙে যায় নখ? কিছুতেই বাড়তে চায় না? ব্যবহার করতে পারেন এইসব ন্যাচারাল অয়েল
বর্ষাকালে নখের যত্ন নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে বেশ কিছু তেল রয়েছে যা আমাদের কিউটিকেলসের জন্য ভাল। নখের গঠন দৃঢ় করার জন্য, সহজে যাতে নখ ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখার জন্য নখের সঠিকভাবে যত্নের প্রয়োজন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনখের যত্নের জন্য কোন কোন তেল উপকারি, সেই তালিকা একনজরে দেখে নেওয়া যাক। অনেকেই শখ করে নখ বড় করেন। সেক্ষেত্রে আরও বেশি করে যত্ন প্রয়োজন।
নারকেল তেল- নখের সঠিক ভাবে পরিচর্যা করার জন্য প্রয়োজনীয় নারকেল তেল। এই তেলের মধ্যে রয়েছে অনেক গুণ। নখ আর্দ্র রাখতে এবং গঠন সুদৃঢ় করতে কাজে লাগে নারকেল তেল।
নখে পুষ্টির জোগান দিতে এবং বৃদ্ধিতে সাহায্য করে নারকেল তেল। এর মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড। এছাড়াও রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপকরণ। এর ফলে নখে সংক্রমণ রোধ করা সম্ভব হয়। নখের গঠন সুদৃঢ় হয়।
জোজোবা অয়েল- এই বিশেষ ধরনের তেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস। এই দুই উপকরণের সাহায্যে নখে আর্দ্রতা বজায় থাকে, নখ নরম হয়, সঠিকভাবে বৃদ্ধি পায় এবং গঠন ঠিক থাকে। নখ নরম রাখতেও সাহায্য করে জোজোবা অয়েল।
টি ট্রি অয়েল- নখের যতের ক্ষেত্রে খুবই ভালভাবে কাজে লাগে টি ট্রি অয়েল। মূলত কিউটিকলস ভাল রাখতে এই টি ট্রি অয়েল সাহায্য করে। অনেকের নখের চারপাশের অংশ থেকে চামড়া ওঠার সমস্যা লক্ষ্য করা যায়। টি ট্রি অয়েলের সাহায্যে এই সমস্যা দূর হয়।
টি ট্রি অয়েলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপকরণ রয়েছে। এর ফলে নখে সংক্রমণ হয় না। কিউটিকলসের গঠন সুদৃঢ় হয়।
অলিভ অয়েলের সাহায্যে নখে মালিশ করলে গঠন সুদৃঢ় হয়, দ্রুত নখ বৃদ্ধি পায়, কিউটিকলস আর্দ্র অর্থাৎ হাইড্রেটেড এবং ময়শ্চারাইজড থাকে।
অনেকের নখ ভেঙে যাওয়ার সমস্যা থাকে খুব বেশি ভাবে। এক্ষেত্রে আপনার দেহে ক্যালসিয়ামের ঘাটতি থাকতে পারে। অতএব ঘনঘন নখ ভেঙে গেলে চিকিৎসকের পরামর্শ নিন।
নখে আমন্ড অয়েল দিয়ে মালিশ করতে পারেন। এই তেলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেলস যা নখের গঠন সুদৃঢ় করে, ক্ষয় রোধ করে, নখ ভেঙে যাওয়ার সমস্যা কমায়, নখ শক্ত করে এবং বৃদ্ধিতেও সাহায্য করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -