National Mathematics Day : অঙ্কে ভয়? ভালোবাসা তৈরির চেষ্টা ছিল তাঁর, রামানুজনের শ্রদ্ধায় জাতীয় গণিত দিবস
আজ ন্যাশনাল ম্যাথেমেটিক্স ডে। ২০১২ সাল থেকে জাতীয় অঙ্ক দিবস হিসেবে পালিত হচ্ছে ২২ ডিসেম্বর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রখ্যাত গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্মদিনকে সম্মান জানাতে বেছে নেওয়া হয়েছিল দিনটিকে।
১৮৮৭ সালের ২২ ডিসেম্বর তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীনিবাস রামানুজন। মাত্র ৩২ বছর বয়সে টিউবারকিউলোসিসে মৃত্যু হয় তাঁর।
অঙ্কে বরাবরই প্রবল উৎসাহ থাকলেও বাকি বিষয়গুলোতে সেভাবে নজর না দেওয়ার জেরে ১৯০৩ সালে কুম্বাকোনাম গর্ভমেন্ট কলেজের পরীক্ষায় অনুত্তীর্ণ হন তিনি।
১৯১২ সালে রামানুজন পোর্ট ট্রাস্টে কাজ করা শুরু করেন, যেখানে তাঁর সহকর্মীরা উপলব্ধি করেন ম্যাথেমেটিক্স জিনিয়াসের দক্ষতা। পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অঙ্ক নিয়ে পড়াশোনা করতে যান তিনি।
প্রথম বিশ্বযুদ্ধ শুরুর কিছু আগেই ট্রিনিটি কলেজে ভর্তি হন রামানুজন। সেখান থেকে ১৯১৭ সালে সুযোগ পান লন্ডন ম্যাথেমেটিক্স সোসাইটিতে।
ঠিক পরের বছরই এপিলিপটিক ফাংশনস অ্যান্ড থিওরি অফ নম্বর নিয়ে তাঁর রিসার্চের সুবাদে রয়্যাল সোসাইটির ফেলো হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।
২০১৫ সালে প্রকাশিত সিনেমা 'দ্য ম্যান হু নিউ ইনফিনিটি' সিনেমায় রামানুজনের জীবনযাত্রা ও অঙ্কের জগতে তাঁর অনন্য অবদান সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
সাধারণ মানুষের মধ্যে অঙ্কের প্রতি ভালোবাসা বাড়ানো ও জনমানসের উন্নতিই ছিল রামানুজনের লক্ষ্য। তাঁর দেওয়া অনেক অঙ্কের ফর্মুলার বিস্তারিত ব্যাখ্যা এখনও আবিষ্কার করতে পারেননি অনেকেই।
ম্যাথেমেটিক্যাল অ্যানালিসিস, নম্বর থিওরি, ইনফাইনাইট সিরিজ ও ফ্র্যাকশন নিয়ে শ্রীনিবাস রামানুজনের একাধিক কাজ এখনও অঙ্ক-জগতের উজ্জ্বল নক্ষত্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -