Healthy Bones: হাড়ের গঠন সুদৃঢ় করতে মেনে চলুন এই নিয়মগুলি

Health and Fitness: হাড়ের গঠন সুদৃঢ় করতে হলে প্রতিদিনের জীবনে কী কী নিয়ম মেনে চলবেন একনজরে দেখে নিন।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1/10
হাড়ের গঠন সুদৃঢ় করতে অর্থাৎ হাড় মজবুত এবং শক্ত রাখতে হলে প্রতিদিনের জীবনে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন।
2/10
আজকাল অনেকেই ডায়েট করেন। এর অর্থ না খেয়ে থাকা নয়। অনেকেই ভুলবশত এমন খাবার খান, যা হয়তো আপনার শরীরে অনেক উপাদানের ঘাটতি করে দেয়।
3/10
তাই খাওয়া-দাওয়ার প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সুষম আহার করতে হবে। যাতে প্রোটিন, ক্যালসিয়ামের ঘাটতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
4/10
খাওয়া-দাওয়ার পাশাপাশি নজর দিতে হবে শরীরচর্চাতেও। কিন্তু নিজের ক্ষমতার বাইরে গিয়ে শরীরচর্চা না করাই ভাল।
5/10
হাঁটাচলার মধ্যে থাকুন। শরীর সচল রাখা প্রয়োজন। হাল্কা একসারসাইজ করুন প্রতিদিন। খুব ভারী ওয়ার্ক আউট না করাই ভাল।
6/10
প্রতিদিনের মেনুতে অবশ্যই বিভিন্ন রকমের শাকসবজি রাখতে হবে। বাড়ির ছোটদের বিভিন্ন সবজি খাওয়ানোর অভ্যা করুন। তাহলে ছোট থেকেই হাড়ের গঠন ভাল থাকবে।
7/10
নিয়মিত যোগাসন অভ্যাস করুন। বিশেষ করে ৪০ বছরের পর হাল্কা একসারসাইজ করে শরীর সচল রাখা দরকার। তবে আচমকা নিজে নিজে কোনও জটিল ব্যায়াম অভ্যাস করতে যাবেন না।
8/10
প্রোটিন জাতীয় খাবার রাখুন মেনুতে। কারণ হাড়ের গঠন মজবুত করতে প্রোটিনের ভূমিকা অনস্বীকার্য। তাই রোজের মেনুতে মাছ, ডিম এ জাতীয় খাবার রাখুন। ক্যালসিয়ামের ঘাটতিও হতে দেওয়া চলবে না। তাই দুধ বা দুধ জাতীয় খাবার যেমন- ছানা, দই এসব খাওয়াও দরকার।
9/10
জিমে গিয়ে ওয়ার্ক আউট করলে অবশ্যই ট্রেনারের পরামর্শ নিন। নিজে থেকে খুব ভারী একসারসাইজ করতে গেলে চোট-আঘাত পেতে পারেন। তাই সতর্ক থাকুন।
10/10
মনে রাখবেন, প্রতিদিনের খাবারে ১২০০ ক্যালোরি খাওয়া প্রয়োজন। তাই ডায়েট করতে গেলে এই নিয়ম না মানলে চলবে না। স্বাস্থ্যকর খাবার খাওয়া দরকার। সব ছবি সৌজন্যে- পিক্সেলস।
Sponsored Links by Taboola