LPG Connection Update: একটি মিসকলেই পেয়ে যাবেন নতুন এলপিজি কানেকশন
সাধারণের জন্য দারুণ সুবিধা নিয়ে এল ইন্ডিয়ান অয়েল। এবার আর নতুন এলপিজি কানেকশন নিতে আর ঝক্কি নিতে হবে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুধুমাত্র একটি মিসকল দিলেই বাড়িতে চলে আসবে গ্যাসের নতুন কানেকশন। দেশের বৃহত্তম গ্যাস উৎপাদনকারী সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই।
এবার আর গ্যাসের কানেকশন নিতে হলে লম্বা লাইনে অপেক্ষা করতে হবে না। একটা মিসড কলেই এবার মুসকিল আসান হবে।
ইন্ডিয়ান অয়েল কানেকশন এর চেয়ারম্যান এস এম বৈদ্য সোমবার এই নতুন সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কোন নম্বরে ফোন করলে এই অসাধ্য সাধন সম্ভব? ইন্ডিয়ান অয়েল কানেকশন জানিয়েছে 8454955555 এই নম্বরে দিতে হবে মিসড কল।
এবার থেকে পাওয়া যাবে 'Double Bottle Connection'-এর সুবিধাও। বাড়িতে বসেই এই সমস্যার সমাধান রয়েছে।
এই উদ্যোগে অনেকটাই স্বস্তিতে সাধারণ মানুষ। সময়ের পাশাপাশি অতিরিক্ত টাকা দেওয়ার ঝামেলাও থাকবে না।
এবার গ্যাস বুকিংও অনেক সহজ হতে চলেছে। 7588888824- এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুক করতে পারবেন গ্যাস।
এছাড়াও বিল পেমেন্টের জন্য Bharat Bill Payment System ব্যবহার করেও এই কাজ করতে পারবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -