LPG Connection Update: একটি মিসকলেই পেয়ে যাবেন নতুন এলপিজি কানেকশন
নতুন এলপিজি কানেকশন এবার আরও সহজে
1/9
সাধারণের জন্য দারুণ সুবিধা নিয়ে এল ইন্ডিয়ান অয়েল। এবার আর নতুন এলপিজি কানেকশন নিতে আর ঝক্কি নিতে হবে না।
2/9
শুধুমাত্র একটি মিসকল দিলেই বাড়িতে চলে আসবে গ্যাসের নতুন কানেকশন। দেশের বৃহত্তম গ্যাস উৎপাদনকারী সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই।
3/9
এবার আর গ্যাসের কানেকশন নিতে হলে লম্বা লাইনে অপেক্ষা করতে হবে না। একটা মিসড কলেই এবার মুসকিল আসান হবে।
4/9
ইন্ডিয়ান অয়েল কানেকশন এর চেয়ারম্যান এস এম বৈদ্য সোমবার এই নতুন সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
5/9
কোন নম্বরে ফোন করলে এই অসাধ্য সাধন সম্ভব? ইন্ডিয়ান অয়েল কানেকশন জানিয়েছে 8454955555 এই নম্বরে দিতে হবে মিসড কল।
6/9
এবার থেকে পাওয়া যাবে 'Double Bottle Connection'-এর সুবিধাও। বাড়িতে বসেই এই সমস্যার সমাধান রয়েছে।
7/9
এই উদ্যোগে অনেকটাই স্বস্তিতে সাধারণ মানুষ। সময়ের পাশাপাশি অতিরিক্ত টাকা দেওয়ার ঝামেলাও থাকবে না।
8/9
এবার গ্যাস বুকিংও অনেক সহজ হতে চলেছে। 7588888824- এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুক করতে পারবেন গ্যাস।
9/9
এছাড়াও বিল পেমেন্টের জন্য Bharat Bill Payment System ব্যবহার করেও এই কাজ করতে পারবেন।
Published at : 11 Aug 2021 03:35 PM (IST)