Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Neem Leaves: পক্স থেকে বাঁচতে অবশ্যই ঘরে রাখুন নিমপাতা, রয়েছে আরও অনেক গুণ
বসন্ত রোগ থেকে বাঁচতে নিমপাতা উপকারী। এই সময়ে অবশ্যই ভাতের পাতে নিমপাতা খান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকজিমা, ফোড়ার মতো গোটা, ত্বকের আলসার, রিং ওয়ার্ম নামক ছত্রাকের সংক্রমণসহ নানান সমস্যায় নিমপাতা কার্যকর।
যাঁরা বসন্তে আক্রান্ত হয়েছেন, সেক্ষেত্রে ত্বকে চুলকানির সমস্যা হলে নখ না দিয়ে নিমপাতা আলতো করে ক্ষতস্থানে বুলিয়ে দিন
মুখের দুর্গন্ধ ও দাঁতের জীবাণু বা ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধে নিম পাতা কার্যকর।
নিম তেলে প্রচুর পরিমাণে ভিটামিন-ই এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে। যা ত্বক ও চুলের জন্য খুবই উপকারী।
চুল পড়া, খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে শ্যাম্পুর পর নিমপাতা ফোটানো জল দিয়ে মাথা ধুয়ে নিন
হঠাৎ কাটা-ছেঁড়া বা পুড়ে গেলে ক্ষত স্থানে নিমপাতার রস ভেষজ ওষুধের মতো কাজ করে। এক্ষেত্রে নিমপাতা বেটে ক্ষতস্থানে দিন
নিয়মিত নিমপাতা খেলে কোষ্ঠকাঠিন্যসহ লিভারের নানা সমস্যা দূর হয়।
গ্যাস বা বদহজমের দীর্ঘদিনের সমস্যায়ও নিমপাতা ভাল কাজ দেয়।
ত্বক পুড়ে যাওয়ার পরে যদি পোড়া অংশে জীবাণুর সংক্রমণ হয়, নিমপাতা উপকারী ভূমিকা রাখবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -