Neem Leaves: পক্স থেকে বাঁচতে অবশ্যই ঘরে রাখুন নিমপাতা, রয়েছে আরও অনেক গুণ

পক্স থেকে বাঁচতে অবশ্যই ঘরে রাখুন নিমপাতা, রয়েছে আরও অনেক গুণ

নিমপাতার উপকারিতা

1/10
বসন্ত রোগ থেকে বাঁচতে নিমপাতা উপকারী। এই সময়ে অবশ্যই ভাতের পাতে নিমপাতা খান।
2/10
একজিমা, ফোড়ার মতো গোটা, ত্বকের আলসার, রিং ওয়ার্ম নামক ছত্রাকের সংক্রমণসহ নানান সমস্যায় নিমপাতা কার্যকর।
3/10
যাঁরা বসন্তে আক্রান্ত হয়েছেন, সেক্ষেত্রে ত্বকে চুলকানির সমস্যা হলে নখ না দিয়ে নিমপাতা আলতো করে ক্ষতস্থানে বুলিয়ে দিন
4/10
মুখের দুর্গন্ধ ও দাঁতের জীবাণু বা ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধে নিম পাতা কার্যকর।
5/10
নিম তেলে প্রচুর পরিমাণে ভিটামিন-ই এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে। যা ত্বক ও চুলের জন্য খুবই উপকারী।
6/10
চুল পড়া, খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে শ্যাম্পুর পর নিমপাতা ফোটানো জল দিয়ে মাথা ধুয়ে নিন
7/10
হঠাৎ কাটা-ছেঁড়া বা পুড়ে গেলে ক্ষত স্থানে নিমপাতার রস ভেষজ ওষুধের মতো কাজ করে। এক্ষেত্রে নিমপাতা বেটে ক্ষতস্থানে দিন
8/10
নিয়মিত নিমপাতা খেলে কোষ্ঠকাঠিন্যসহ লিভারের নানা সমস্যা দূর হয়।
9/10
গ্যাস বা বদহজমের দীর্ঘদিনের সমস্যায়ও নিমপাতা ভাল কাজ দেয়।
10/10
ত্বক পুড়ে যাওয়ার পরে যদি পোড়া অংশে জীবাণুর সংক্রমণ হয়, নিমপাতা উপকারী ভূমিকা রাখবে।
Sponsored Links by Taboola