Health Tips: ফুসফুসে ক্যানসারের থাবা এড়াতে কী করবেন, জানুন
লাং ক্যানসার। সহজ বাংলায় ফুসফুসের ক্যানসার। নাম শুনলেই হাত-পা ঠাণ্ডা হয়ে আসে। কিন্তু 'ধূমপান ক্যানসারের কারণ' এই জাতীয় বিধিসম্মত সতর্কীকরণ ছাড়া রোগটি সম্পর্কে কতটুকু জানি আমরা?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরিসংখ্যান বলছে, লিভার, ব্রেস্ট বা স্তন এবং কোলন ক্যানসার মিলিয়ে যত জনের মৃত্যু হয় তার থেকে বেশি মানুষ মারা যান লাং ক্যানসারে।
কিন্তু কেন হয় এই রোগ? ফুসফুসে কর্কটের থাবার মোকাবিলাই বা কী ভাবে করা যেতে পারে? সমস্ত নিয়ে সচেতনতা তৈরির জন্যই ১ আগস্ট দিনটি ওয়ার্ল্ড লাং ক্যানসার ডে হিসেবে উদযাপিত হয়।
সিগারেটের অভ্যাস বা ধূমপান অবশ্যই ফুসফুসে ক্যানসারের অন্যতম বড় কারণ।
দীর্ঘদিন ধরে সিগারেট খেলে বা তামাকজাত কোনও কিছুর সান্নিধ্যে থাকলে ফুসফুসে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিতে পারে।
এই পরিবর্তনগুলির ফলে ম্যালিগন্যান্ট টিউমার তৈরি হতে পারে ফুসফুসে।
তবে হিসেব বলছে, অন্তত ২৫ শতাংশ ক্ষেত্রে দেখা যায় ধূমপান না করেও ফুসফুসে ক্যানসার হচ্ছে। তা হলে এটির প্রকোপ এড়ানোর উপায়?
বিশেষজ্ঞরা বলছেন, ৫০-৮০ বছর বয়সিদের জন্য নিয়মিত লাং ক্যানসার পরীক্ষা জরুরি। বিশেষত যাঁরা ধূমপান করেন বা ছেড়ে দিয়েছেন তাঁদের জন্য এই পরীক্ষা জরুরি। সেক্ষেত্রে উপসর্গ দেখা দিতেই চিকিৎসা শুরু করা যেতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -