Plant Care Tips: ঘুরতে যাচ্ছেন? বাড়ির গাছগুলি ভাল থাকবে কীভাবে? দেখুন খুঁটিনাটি

Garden Hacks: ঘর সাজাতে অনেকেই গাছ লাগান। কিন্তু বাড়িতে না থাকলে কী হবে সেই গাছের?

প্রতীকি চিত্র

1/10
অনেকেই ছোট ফ্ল্যাট বা বাড়িতে গাছ লাগান, ছোটখাট ফুলগাছ বা ইন্ডোর প্ল্যান্ট থাকে। নিয়মিত পরিচর্যা দরকার হয় গাছগুলিতে।
2/10
কিন্তু সবসময় তো বাড়িতে থাকি না আমরা। কখনও ঘুরতে যেতে পারি, কখনও আবার অফিসের কাজেই দীর্ঘদিন বাইরে থাকতে পারি। তখন গাছগুলি কীভাবে থাকবে?
3/10
বেশ কয়েকদিন টানা বাড়িতে না থাকলে গাছের দেখভালের জন্য বেশ কিছু পদক্ষেপ করতে হয়। সেগুলি কী কী?
4/10
কোথাও ঘুরতে যাওয়ার আগে বাড়িতে থাকা গাছে ঠিকমতো জল ও সার দিয়ে যাবেন।
5/10
যাবতীয় ইন্ডোর ও আউটডোর গাছগুলিকে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখুন। এমনভাবে গাছগুলি রাখতে হবে যাতে ছায়ার মধ্যে থাকে গাছগুলি। রোদে যেন মাটি শুকিয়ে না যায়।
6/10
একটি পাত্রে জল রাখুন, সেখানে একটি দড়ির একপ্রান্ত ডুবিয়ে রাখুন, অপর প্রান্তটি টবের মাটিতে কিছুটা পুঁতে রাখুন। এতে জল পাবে মাটি।
7/10
একটি প্লাস্টিকে বোতলে জল ভরে কয়েকটি ফুটো করে দিন। তারপর উল্টো করে টবের উপর ঝুলিয়ে রাখুন, ফোঁটা ফোঁটা জল পড়বে।
8/10
ঘরের বাইরে ইন্ডোর প্ল্যান্ট বের করে রাখুন, কাউকে বলে যেতে পারেন সময় করে অল্প জল গাছগুলিতে দিতে।
9/10
বেসিনে নল বন্ধ করে জল ভর্তি করে সেখানে ইন্ডোর প্ল্যান্টগুলি রাখুন, যতটা সম্ভব জল শুষে নেবে গাছগুলি।
10/10
একটি প্লাস্টিক ব্যাগ দিয়ে ইন্ডোর প্ল্যান্ট ঢেকে রাখুন। যাতে ওই প্লাস্টিকের ব্যাগ গাছ স্পর্শ না করে। তাহলে বাষ্পীভূত জল প্লাস্টিকের ব্য়াগে লেগে ফের ফেরত আসবে টবে।
Sponsored Links by Taboola