Plant Care Tips: ঘুরতে যাচ্ছেন? বাড়ির গাছগুলি ভাল থাকবে কীভাবে? দেখুন খুঁটিনাটি
অনেকেই ছোট ফ্ল্যাট বা বাড়িতে গাছ লাগান, ছোটখাট ফুলগাছ বা ইন্ডোর প্ল্যান্ট থাকে। নিয়মিত পরিচর্যা দরকার হয় গাছগুলিতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু সবসময় তো বাড়িতে থাকি না আমরা। কখনও ঘুরতে যেতে পারি, কখনও আবার অফিসের কাজেই দীর্ঘদিন বাইরে থাকতে পারি। তখন গাছগুলি কীভাবে থাকবে?
বেশ কয়েকদিন টানা বাড়িতে না থাকলে গাছের দেখভালের জন্য বেশ কিছু পদক্ষেপ করতে হয়। সেগুলি কী কী?
কোথাও ঘুরতে যাওয়ার আগে বাড়িতে থাকা গাছে ঠিকমতো জল ও সার দিয়ে যাবেন।
যাবতীয় ইন্ডোর ও আউটডোর গাছগুলিকে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখুন। এমনভাবে গাছগুলি রাখতে হবে যাতে ছায়ার মধ্যে থাকে গাছগুলি। রোদে যেন মাটি শুকিয়ে না যায়।
একটি পাত্রে জল রাখুন, সেখানে একটি দড়ির একপ্রান্ত ডুবিয়ে রাখুন, অপর প্রান্তটি টবের মাটিতে কিছুটা পুঁতে রাখুন। এতে জল পাবে মাটি।
একটি প্লাস্টিকে বোতলে জল ভরে কয়েকটি ফুটো করে দিন। তারপর উল্টো করে টবের উপর ঝুলিয়ে রাখুন, ফোঁটা ফোঁটা জল পড়বে।
ঘরের বাইরে ইন্ডোর প্ল্যান্ট বের করে রাখুন, কাউকে বলে যেতে পারেন সময় করে অল্প জল গাছগুলিতে দিতে।
বেসিনে নল বন্ধ করে জল ভর্তি করে সেখানে ইন্ডোর প্ল্যান্টগুলি রাখুন, যতটা সম্ভব জল শুষে নেবে গাছগুলি।
একটি প্লাস্টিক ব্যাগ দিয়ে ইন্ডোর প্ল্যান্ট ঢেকে রাখুন। যাতে ওই প্লাস্টিকের ব্যাগ গাছ স্পর্শ না করে। তাহলে বাষ্পীভূত জল প্লাস্টিকের ব্য়াগে লেগে ফের ফেরত আসবে টবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -