Post Holi Skin Care: দোলে প্রচুর রং-আবির মেখেছেন, অন্তত সাতদিন কীভাবে যত্ন নেবেন ত্বকের ?

Post Holi Skin Care Tips:

ছবি সূত্র- পিক্সেলস

1/10
ছবি সূত্র- পিক্সেলস। দোল এবং হোলি, দু'দিনই অনেকেই আবির-রং মেখেছেন প্রচুর পরিমাণে। কিন্তু এবার প্রয়োজন ত্বক এবং চুলের সঠিক পরিচর্যা। নাহলে দেখা দিতে পারে একাধিক সমস্যা।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। দোলের পর ত্বক এবং চুলের পরিচর্যা শুধু মহিলাদের নয়, প্রয়োজন পুরুষদেরও। তবে বাড়িতেই সহজে যত্ন নিতে পারবেন চুল এবং ত্বকের।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। দোল, হোলিতে জমিয়ে আবির-রং খেলার পর এবার কীভাবে ত্বক এবং চুলের যত্ন করবেন, জেনে নিন তার সহজ কিছু উপায়।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। রং যাদের ত্বক এবং চুলে এখনও রয়ে গিয়েছে, তাঁরা ভাল করে তেল মাখুন ত্বক এবং চুলে। শ্যাম্পু করার আগে চুলে তেল মালিশ করতে পারলে ভাল। ত্বকেও পুরু করে তেল লাগিয়ে রাখুন।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। রং এবং আবির তোলার জন্য ত্বক এবং চুলে নারকেল তেল, অলিভ অয়েল - এই দুই ধরনের তেলই ব্যবহার করতে পারেন।
6/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের রং দূর করতে তেল ছাড়াও ক্রিম এবং ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। তাহলে সহজে রং ফিকে হবে। তবে চুল এবং ত্বকে, বেশি জোরে ঘষে রং-আবির তুলতে যাবেন না। ত্বক এবং চুলের গঠন খারাপ হয়ে যেতে পারে।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। দোলের রং এবং আবির তোলার জন্য চুল এবং ত্বকে কোনওভাবেই গরম জল ব্যবহার করবেন না। গরম জল ত্বকে এবং চুলে আরও বেশি করে রং বসে যাবে। বরং ঠান্ডা জলে ত্বক এবং চুল ধুয়ে রং তোলার চেষ্টা করুন।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। মুখের রং তোলার জন্য এমন ধরনের ফেসওয়াশ ব্যবহার করতে হবে যা মাখলে ফেনা বেশি হবে। ক্রিম বেসড ফেসওয়াশ ব্যবহার করতে হবে। তার ফলে ত্বকে আর্দ্র বা ময়শ্চারাইজড ভাব বজায় থাকবে।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের রং সহজে তোলার জন্য স্ক্রাব করতে পারেন। বাড়িতেই বেসন, হলুদ, দুধের সর আর মধু এবং অল্প অলিভ অয়েল মিশিয়ে প্যাক বানিয়ে তা দিয়েই স্ক্রাব করুন। ত্বক মোলায়েম ও উজ্জ্বল থাকবে।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। চুলের রং তোলার জন্য স্ক্যাল্প এবং চুলে অয়েল ম্যাসাজ এবং শ্যাম্পুর বিকল্প নেই। আর ত্বকের ক্ষেত্রেও তেল, ক্রিমের ব্যবহার করলেই উপকার বেশি পাবেন। তবে জোরে ঘষবেন না কখনই।
Sponsored Links by Taboola