Prawn: চিংড়ি কিনতে গিয়ে বারবার ঠকছেন? কোন উপায়ে চেনা যায়?
Prawn Recipe: অনেক সময় চিংড়ি মাছ কিনতে গিয়ে আমরা ঠকে যাই
Continues below advertisement
অনেক সময় চিংড়ি মাছ কিনতে গিয়ে আমরা ঠকে যাই
Continues below advertisement
1/7
রুই-কাতলা-ইলিশ থেকে শুরু করে চিংড়ি, বাঙালির আহারে মাছের বাহার কিন্তু কম নেই। এগুলির মধ্যে আমাদের অন্যতম প্রিয় চিংড়ি।
2/7
চিংড়ি দিয়ে একাধিক পদ রান্না করা যায়। এছাড়াও অন্য রান্নার সাথে মেশানো যায় চিংড়ি। তখন সেই রান্নার স্বাদ হয় অতি উত্তম। কিন্তু অনেক সময় চিংড়ি মাছ কিনতে গিয়ে আমরা ঠকে যাই।
3/7
কীভাবে বাজার থেকে ভালো চিংড়ি মাছ কিনবেন? বাজার থেকে চিংড়ি মাছ কেনার সময় প্রথমেই তার গন্ধ পরীক্ষা করুন। যে চিংড়ির গন্ধ মৃদু, সেই চিংড়ি ততটাই তাজা
4/7
যদি চিংড়ি মাছে অ্যামোনিয়ার মতো ঝাঁঝালো গন্ধ থাকে, তাহলে বুঝতে হবে সেই চিংড়ি মোটেই তাজা নয়
5/7
চিংড়ি মাছ কেনার সময় ভালো করে তার গা পরীক্ষা করে নিন। গায়ে যদি কালো ছাপ থাকে তাহলে সেই মাছ কিনবেন না।
Continues below advertisement
6/7
যেসব চিংড়ি মাছের গা স্বচ্ছ এবং চকচকে খোলস থাকে সেই সব চিংড়ি মাছ তাজা হয়। রান্নার প্রয়োজন অনুযায়ী কিনুন চিংড়ি মাছ।
7/7
চিংড়ি মাছের আকার যত ছোট হবে তাতে মিষ্টি ভাব ততই বেশি থাকবে। আইস ক্রিস্টাল বা ফ্রিজার বার্নের চিহ্ন যুক্ত চিংড়ি মাছ কিনবেন না।
Published at : 14 Mar 2024 06:54 AM (IST)