Propose Day 2025: হাঁটু মুড়ে বসে প্রেমের প্রস্তাব দেওয়া কবে থেকে শুরু হল ? জানেন এর আড়ালের কাহিনি ?
ভালবাসার মরশুম শুরু হয়ে গিয়েছে আজ থেকেই। আজ ৭ ফেব্রুয়ারি রোজ ডে আর আগামীকাল ৮ তারিখ প্রপোজ ডে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএভাবেই ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ভালবাসার যাত্রাপথ, তারপরেও রয়েছে আরও কিছু কিছু বিশেষ দিন।
প্রপোজ ডে-তে পছন্দের মানুষকে কাছে পেতে, নিজের জীবনে স্থায়ীভাবে পেতে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে প্রেমের প্রস্তাব দেন।
এই প্রেক্ষিতেই একে অপরকে প্রেমের সুরে বলেন 'আই লাভ ইউ'। হাঁটু মুড়ে প্রেমিকাকে প্রেমের স্মারক তুলে দেয় প্রেমিক।
কবে থেকে শুরু হল এই রীতি ? কে প্রথম এভাবে হাঁটু মুড়ে বসে প্রেম প্রস্তাব জানিয়েছিল ? জানেন এই দিনের ইতিহাস ?
এই ইতিহাস সেভাবে কোথাও লেখা নেই। তবে প্রথম ১৯২৫ সালে বিশ্বের ইতিহাসে এই হাঁটু মুড়ে প্রেম প্রস্তাবের ছবি প্রকাশ্যে আসে।
ইংরেজি ছবি 'সেভেন চান্সেস'-এর কমিক চরিত্র বাস্টার কীটন ছবির নায়িকাকে এভাবেই হাঁটু মুড়ে বসে প্রেম প্রস্তাব জানিয়েছিল।
এটি ছিল একটি নির্বাক চলচ্চিত্র। বলা হয় এই ছবির দৃশ্য দেখে অনুপ্রাণিত হয়েই ইউরোপ জুড়ে এই রীতি প্রচলিত হয়।
'আই লাভ ইউ' শব্দটিও খোদ ইংরেজি নয়। একটি রিপোর্ট বলছে এটি এসেছে প্রাচীন ইংরেজি শব্দ 'লুফু' থেকে যার অর্থ হল কারো প্রতি গভীর আসক্তি ও পছন্দ।
পার্সিয়ান শব্দ লুভে (Luve) এবং প্রাচীন জার্মান শব্দ 'লুবা' (Luba) থেকেই এসেছে এই 'লুফু' শব্দটি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -