Arranged Marriage: দেখাশোনার বিয়েতে আরও সাবধানী হতে হয়, হবু জীবনসঙ্গীকে যে প্রশ্নগুলি না করলেই নয়
Relationship Tips: হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয় এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10
মনের মানুষ খুঁজে পাওয়া সহজ কাজ নয়। নিজের পছন্দের মানুষ হোক বা মা-বাবার দেখে দেওয়া, যাঁর সঙ্গে জীবন কাটাবেন, তাঁর সঙ্গে মতের মিল হওয়া অত্যন্ত জরুরি। ছবি: ফ্রিপিক।
2/10
বিশেষ করে সম্বন্ধ করে বিয়ের ক্ষেত্রে পরস্পরকে জানা, বোঝা প্রয়োজন। সঠিক সময়ের অপেক্ষা না করে, কিছু প্রশ্ন অবশ্যই জিজ্ঞেস করে নিন। ছবি: ফ্রিপিক।
3/10
বিয়ে মানে নতুন জীবন। পরস্পরের হাত ধরে একসঙ্গে পথ চলা। কিন্তু নতুন সংসার পাতা মুখের কথা নয়। তার উপর মা-বাবাও থাকেন। তাই নিজেদের সংসার চালানোর পাশাপাশি, মা-বাবাকে অর্থনৈতিক সহায়তা দেওযার বিষয়টি আগে থেকে পরিষ্কার হয়ে যাওয়া ভাল। দু’জনই নিজেদের অবস্থান স্পষ্ট ভাবে জানিয়ে দিন। ছবি: ফ্রিপিক।
4/10
বিয়ে যদিও দু’জন মানুষের মধ্যেকার সম্পর্ক, তার সঙ্গে জড়িয়ে থাকেন পরিবারের অন্যরাও। বিয়ে নিয়ে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু চাহিদা থাকে। তাই শুধুমাত্র পরিবারের চাপে বিয়ে করছেন কি না, জীবনসঙ্গীর থেকে কী কী প্রত্যাশা রয়েছে, তা জেনে নিন। ছবি: ফ্রিপিক।
5/10
রোজকার জীবনযাপনও সামনের জনের সম্পর্কে অনেক কিছু বলে দেয়। বই পড়তে ভালবাসেন, নাকি টিভি দেখতে, বাইরে আড্ডা দেওয়া পছন্দ না ঘরকুনো, তা জেনে নিন। ছবি: ফ্রিপিক।
6/10
টাকা না থাকলে ভালবাসা জানলা দিয়ে পালাবে বলে বয়স্কদের বলতে শুনেছি আমরা। সংসার চালানোর ক্ষেত্রে একথা ১০০ শতাংশ প্রযোজ্য। তাই পরস্পরের অর্থনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই জেনে নিন। ছবি: ফ্রিপিক।
7/10
ভারতের মতো দেশে ধর্ম, আধ্যাত্মিকতা আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ। তাই সামনের জনের কাছে ধর্ম কতটা গুরুত্বপূর্ণ, তিনি কোনও আচার-আচরণ পালন করেন কি না, জেনে নিন। ছবি: ফ্রিপিক।
8/10
বিয়ের পর থেকেই বাচ্চার জন্য ঘ্যান ঘ্যান করতে শুরু করেন পাড়া-পড়শিরাও। কিন্তু আপনারা কী চাইছেন সেটা গুরুত্বপূর্ণ। কেউ বাচ্চা, সংসারের জন্যই বিয়ে করেন, কেউ কেউ আবার রয়ে সয়ে এগোতে চান। বিয়ের ক্ষেত্রে দু’জনের একমত হওয়া প্রয়োজন। তাই সন্তান নেওয়ার কী পরিকল্পনা, তা আগে জেনে নিন। ছবি: ফ্রিপিক।
9/10
মানুষের চরিত্রগঠন হয়ে যায় শৈশবেই। তাই সামনের মানুষটির চিন্তাভাবনা, আচরণ বুঝতে হলে তাঁর শৈশব সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন। ছেলেবেলা কেমন কেটেছে, কোনও নিদারুণ অভিজ্ঞতা আছে কি না, জেনে নিন। ছবি: ফ্রিপিক।
10/10
সাতপাকে বাঁধা পড়া যায় যে কোনও সময়ই। কিন্তু অন্য একজনের সঙ্গে গোটা জীবন কাটিয়ে দেওয়া মুখের কথা নয়। তাই কোথায় থাকবেন, কাজ এবং সংসার, একসঙ্গে সামাল দেবেন কী করে, সেই নিয়ে আলোচন করুন অবশ্যই। ছবি: ফ্রিপিক।
Published at : 28 Apr 2024 10:32 AM (IST)