Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Raksha Bandhan News: কোন মুহূর্তে রাখী পরানো শুভ, জানুন পূর্ণিমার খুঁটিনাটি
পঞ্জিকা অনুসারে, আগামী ১১ অগস্ট রাখীপূর্ণিমা। ভাই-বোনেদের বিশেষ উৎসব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশ্রাবণ মাসের শুক্লপক্ষে যে দিন সম্পূর্ণ চাঁদ ওঠে অর্থাৎ পূর্ণিমা, পঞ্জিকা অনুসারে সেই দিনই রাখী।
শুধু ভাইবোনের জন্য নয়, সার্বিক ভাবেই মৈত্রী উৎসব রাখীপূর্ণিমা।
২০২২-এ রাখীপূর্ণিমা ১১ অগস্ট। তিথি অনুযায়ী, ওই দিন সকাল ১০টা ৩৮ মিনিট থেকে পূর্ণিমা শুরু।
পর দিন অর্থাৎ ১২ অগস্ট ভোর ৭টা ৫ মিনিট পর্যন্ত পূর্ণিমাতিথি থাকছে। তবে পঞ্জিকা অনুযায়ী, ১১ অগস্টই রাখী।
ওই দিন বেলা ১২টা ৮ মিনিট থেকে ১২টা ৫৯ মিনিট পর্যন্ত শুভ যোগ. বলছে পঞ্জিকা।
সন্ধ্যে ৬টা ৫৫ মিনিট থেকে রাত ৮ টা ২০ মিনিট পর্যন্তও শুভ সময় থাকছে। শুভ যোগ রয়েছে পরদিন সকালেও।
দাদা বা ভাইয়ের রাখী পরিয়ে দীর্ঘায়ু কামনাই এই উৎসবের মূল বৈশিষ্ট্য। তবে বাংলায় মৈত্রী উৎসব হিসেবেও উদযাপিত হয় এটি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -