Raksha Bandhan News: কোন মুহূর্তে রাখী পরানো শুভ, জানুন পূর্ণিমার খুঁটিনাটি

আগামী ১১ অগস্ট রাখীপূর্ণিমা

1/8
পঞ্জিকা অনুসারে, আগামী ১১ অগস্ট রাখীপূর্ণিমা। ভাই-বোনেদের বিশেষ উৎসব।
2/8
শ্রাবণ মাসের শুক্লপক্ষে যে দিন সম্পূর্ণ চাঁদ ওঠে অর্থাৎ পূর্ণিমা, পঞ্জিকা অনুসারে সেই দিনই রাখী।
3/8
শুধু ভাইবোনের জন্য নয়, সার্বিক ভাবেই মৈত্রী উৎসব রাখীপূর্ণিমা।
4/8
২০২২-এ রাখীপূর্ণিমা ১১ অগস্ট। তিথি অনুযায়ী, ওই দিন সকাল ১০টা ৩৮ মিনিট থেকে পূর্ণিমা শুরু।
5/8
পর দিন অর্থাৎ ১২ অগস্ট ভোর ৭টা ৫ মিনিট পর্যন্ত পূর্ণিমাতিথি থাকছে। তবে পঞ্জিকা অনুযায়ী, ১১ অগস্টই রাখী।
6/8
ওই দিন বেলা ১২টা ৮ মিনিট থেকে ১২টা ৫৯ মিনিট পর্যন্ত শুভ যোগ. বলছে পঞ্জিকা।
7/8
সন্ধ্যে ৬টা ৫৫ মিনিট থেকে রাত ৮ টা ২০ মিনিট পর্যন্তও শুভ সময় থাকছে। শুভ যোগ রয়েছে পরদিন সকালেও।
8/8
দাদা বা ভাইয়ের রাখী পরিয়ে দীর্ঘায়ু কামনাই এই উৎসবের মূল বৈশিষ্ট্য। তবে বাংলায় মৈত্রী উৎসব হিসেবেও উদযাপিত হয় এটি।
Sponsored Links by Taboola