Raksha Bandhan 2022: কাজে লাগে আবার উপহার হিসেবও নিরাপদ, রাখিতে বোনকে দিন গ্যাজেটস
আর কিছু মাথায় থাকুক বা না থাকুক, রাখি পূর্ণিমায় বোনের জন্য উপহার কেনার কথা ভুললে চলে না। তাহলে আর রক্ষে থাকে না দাদা-ভাইদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু আজকাল উপহার দেওয়ার ঝক্কি অনেক। কী পছন্দ হবে, কী হবে না, সেই চিন্তাও থাকে। তাই উপহার হিসেবে গ্যাজেটস অনেক নিরাপদ। কোনও না কোনও কাজে লেগে যায়। তাই রাখি পূর্ণিমায় বোনকে কী গ্যাজেট দিতে পারেন, রইল তার তালিকা।
হাতে পরলে স্মার্ট দেখায় যেমন, তেমনই আবার কাজেও লাগে। তাই বোনকে দেওয়ার জন্য বেছে নিতে পারেন ট্রেন্ডি কোনও স্মার্ট ওয়াচ। বোনের স্বাস্থ্যের দিকে নজর রাখাও হবে, আবার অনুযোগের সুযোগও থাকে না।
হৃদস্পন্দন থেকে ব্লাড সুগার, এমনকি দিনে কত বার পা ফেলে হাঁটলেন, তারও হিসেব রাখে স্মার্ট ওয়াচ। অ্যাপলের স্মার্টফোন অবশ্যই প্রখম পছন্দ সকলের। তবে কম বাজেটে আকর্ষণীয় ফিচারের অন্য ব্র্যান্ডের স্মার্টফোনও চলছে রমরম করে।
শরীরচর্চা করতে করতে পরিবর্তনের হিসেব যদি রাখা যায় সহজেই! তার জন্য বাজারে এসে গিয়েছে স্মার্ট মিরর। আয়নার মতো এক কোণে রাখলেই চলে। টাচস্ক্রিনে ভেসে নির্দেশিকা। এমনকি স্পিকারও রয়েছে। নির্দেশ শুনে ব্যায়াম করা যায়।
বোন যদি হয় বইপোকা, তাহলে অ্যামাজন কিন্ডলের বিকল্প নেই। হাতে ধরে বইয়ের পাতা উল্টনোর বিকল্প যদিও নেই। কিন্তু ব্যস্ততার মধ্যে আয়েশ করে বই পড়া হয় না।
সে ক্ষেত্রে কিন্ডল একেবারে আদর্শ। বাসে-মেট্রোয় যেতে আসতে, অফিসে লাঞ্চের ফাঁকে অথবা কফিশপে বসে পছন্দের বই পড়ে ফেলা যায়। কয়েক হাজার বই চলে আসে হাতের নাগালে।
ছবি তুলতে ভালবাসে বোন! রাখির উপহার হিসেবে দিতে পারেন ক্যামেরার সরঞ্জাম। যেমন সেলফি স্টিক, এলইডি আলো-সহ অনেক কিছু পাওয়া যায় বাজারে, যাতে ভ্লগিংয়েও সুবিধা হয়।
আইফোন কেনা মানেই একধাক্কায় অনেক টাকা বেরিয়ে যাওয়া। কিন্তু একবার কিনে ফেললে আর অন্য ফোনে ফিরে যেতে পারেন না অনেকেই। ভিডিও রেকর্ডিং থেকে ছবির মান, আইফোনের সব ফিচারই ভাল।
মানুষ টেকস্যাভি হয়েছেন বটে, তবে বেশি ব্যবহারের ফলে ফোনের ব্যাটারি শেষ হয়ে যায় চটজলদি। সে ক্ষেত্রে ভাল মানের পাওয়ার ব্যাঙ্ক থাকলে শাপে বর হয় বইকি! বাজারে এমন অনেক পাওয়ার ব্যাঙ্ক কিনতে পাওয়া যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -