Rakhi Purnima : আজ ও কাল দুদিনই আছে পূর্ণিমা তিথি, কখন রাখী বাঁধা সবথেকে শুভ?
প্রতি বছর শ্রাবণ মাসের (Shravan Month) পূর্ণিমা (Purnima) তিথিতে রাখী বন্ধন (Rakhi Bandhan) উৎসব পালিত হয়। কিন্তু এবছর ভাদ্র মাসে পড়েছে এই তিথি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবছর পূর্ণিমা তিথি পড়েছে- ৩০ অগাস্ট ১০। ২৭ মিনিটের পর পূর্ণিমা আরম্ভ। ৩১ অগাস্ট, বৃহস্পতিবার, সকাল ০৭। ৫৯ মিনিট পর্যন্ত। এরপর কৃষ্ণ প্রতিপদ শুরু।
এইদিনে রাত ৮। ১৮ মিনিট পর্যন্ত থাকবে শতভিষা নক্ষত্রের প্রভাব। এরপর পূর্বভাদ্রপদ নক্ষত্রের গমন শুরু হবে। রয়েছে সুকর্মাযোগও।
পঞ্জিকা মতে, রাখী বাঁধার শুভ সময় ৩০ অগাস্ট- সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত। ৩১ অগাস্ট সূর্যোদয় থেকে সকাল ০৭.০৫ মিনিট পর্যন্ত।
ডেকরেটেড রাখীর যুগে মনে রাখা ভাল, রাখী কিন্তু আদতে একটি সুতো। যে সুতো বেঁধে দেওয়ার মধ্যে থাকে প্রতিশ্রুতি রক্ষার শপথ।
শুধু উপহার বিনিময় নয়, রাখী বেঁধে দেওয়ার অর্থ একে অপরকে রক্ষা করার প্রতিশ্রুতি বিনিময়।
কথিত আছে, মা কুন্তী যখন কর্ণকে জন্মের পর জলে ভাসিয়ে দিয়েছিলেন সদ্যোজাতের হাতে বেঁধে দিয়েছিলেন তাগা। এই তাগার মধ্যে হয়ত ছিল সন্তানকে সব বিপদ থেকে রক্ষা করার শক্তি।
মহাভারতে শিশুপালের দিকে সুদর্শন চক্র ছুড়ে দেওয়ার সময় কৃষ্ণের হাতের আঙ্গুল কেটে রক্ত বের হতে শুরু করে। কৃষ্ণসখী দ্রৌপদী তাঁর শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে তাঁর হাতে বেঁধে দেন। সেই থেকেই শ্রীকৃষ্ণ কৃষ্ণাকে সব বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। যখন ভরা রাজ সভায় দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণে মেতে উঠেছিল, সেই সময় ত্রাতার ভূমিকায় আবির্ভাব ঘটে পার্থসারথিরই।
তাই সর্বোপরি রাখী হল বন্ধনের উত্সব। প্রতিশ্রুতি রক্ষার উত্সব। তা ভাইবোনের মধ্যেই হোক কিংবা প্রিয় দুই মানুষের মধ্যে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -