Kid's Vomiting Tendency : গাড়িতে উঠলেই বমি করে আপনার বাচ্চা? ট্রাই করতে পারেন এই টোটকাগুলি
বাচ্চার বমি ভাব কমাতে পিঁয়াজের রস দারুণ কাজ করে। সম পরিমাণে পেঁয়াজ এবং আদার রস মিশিয়ে বাচ্চাকে মাঝে মাঝে খাওয়ান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাচ্চার গা গোলানো কমাতে এক টুকরো আদা ঘষে রস বের করে নিন, তার সঙ্গে কয়েক ফোঁটা মধু দিয়ে খাওয়ান বাচ্চাকে
মৌরি ভেজানো জল পেট ঠাণ্ডা করে। বমিভাবেরও উপশম করে।
বাসে বা গাড়িতে ওঠার আগে বাচ্চার মুখে লবঙ্গ দিয়ে দিন। জিভের তলায় রাখতে বলুন।
ছোট এলাচ চিবিমে খাওয়া যেতে পারে।
এক কাপ চালের ভাত তৈরি করে, তার ফ্যানটিও নুন দিতে খেতে পারেন। যদি পেটের সমস্যার কারণে বমিভাব হয়ে থাকে, তাহলে এই টোটকা ভাল কাজ করে।
অল্প দারুচিনি গুঁড়ো জলে ফুটিয়ে চা বানিয়ে চুমুক দিতে পারেন আপনার বমি ভাব থাকলে, বাচ্চাকেও খাওয়াতে পারেন।
পুদিনার রসের সঙ্গে ১ চামচ লেবুর রস, মধু মিশিয়ে বাচ্চাকে খেতে বলুন বাসে ওঠার আগে
আদা ও মধুর মিশ্রণ খেতে পারেন বমি ভাব কমাতে।
এক চা চামচ গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিন। তারপর গুঁড়ো করে নিন। জিরে গুঁড়ো গরম জলে মিশিয়ে বাচ্চাকে চুমুক দিতে বলুন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -