Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Removing Scratches from Steel: স্টিলের বাসনে আঁকিবুকি! দাগ মেটান সহজেই
স্টিলের ঝকঝকে বাসন রান্নাঘরে দেখতে কার না ভাল লাগে! কিন্তু সেই ভাললাগার মেয়াদ স্বল্পই। ছবি: ফ্রিপিক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিছুদিন যেতে না যেতেই, স্টিলের বাসনপত্রে আঁচড়ের মতো দাগ পড়ে যায়। হাতে নিলেই আঁকিবুকি চোখে পড়ে। ছবি: ফ্রিপিক।
আঁকিবুকি থেকে স্টিলের বাসনকে রক্ষা করা যদিও সম্ভব নয়। তবে আঁকিবুকি মিটিয়ে ফেলা সম্ভব। শুধু হাতের কাছে কিছু জিনিস রাখতে হবে হাতের কাছে। ছবি: ফ্রিপিক।
দাগ গভীর না, হালকা, প্রথমে তা বুঝতে হবে। হালকা আঁকিবুকি হলে স্টেনলেস স্ক্র্যাচ রিমুভার কিনতে পাওয়া যায় বাজারে। বুলিয়ে দিলেই কাজ হয়ে যায়। ছবি: ফ্রিপিক।
দাঁত মাজার মাজনও এক্ষেত্রে কার্যকর। যেখানে আঁকিবুকি রয়েছে, মাজন নিয়ে হালকা হাতে বুলিয়ে, ঘষে নিন । তবে গভীর দাগের ক্ষেত্রে মাজন কার্যকর নয়। ছবি: ফ্রিপিক।
স্টিলের বাসনের দাগ মেটাতে বেকিং সোডাও কার্যকর। জলে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। থালার উপর রেখে হালকা হাতে ঘষে নিন। এর পর মুছে নিন ভিজে কাপড় দিয়ে। ছবি: ফ্রিপিক।
জলে ভিনিগার মিশিয়ে কি ভাল করে ঘষে নিব। এর পর ভিজে কাপড় দিয়ে মুছে নিন। বাসন আরও ঝকঝকেও হবে। ছবি: ফ্রিপিক।
স্টিলের বাসনের দাগ তুলতে শিরীষ কাগজও ব্যবহার করতে পারেন। দাগ গভীর হলে শিরীষ কাগজ দিয়ে ঘষে দেখতে পারেন। আগে ভিজিয়ে রাখতে হবে শিরীষ কাগজ। তবে স্টিলের বাসনের জন্য কোন শিরীষ কাগজ প্রযোজ্য, তা জেনে তবেই কিনে আনতে হবে। ছবি: ফ্রিপিক।
থালা-বাসন আচঁড়ে ভরে গেলে, তার পর দাগ তোলার কাজ কঠিন। গোড়া থেকেই বাসনের যত্ন নিন। ছবি: পিক্সাবে।
বাজারে বাসনের দাগ তোলার অনেক পণ্যও কিনতে পাওয়া যায়। বাসনের ধরন দেখে কিনে আনতে পারেন। ছবি: পিক্সাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -