Sago Side Effects: সাবুদানা বিপদ বাড়াতে পারে এই ৫ ব্যক্তিদের, খাওয়ার আগে জেনে নিন
উপবাস করলে অনেকেই সাবুদানা খেয়েই থাকেন। এতে শরীরে ক্লান্তি দূর হয় এবং শক্তি সঞ্চার হয়ে থাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে জানেন কি, কিছু কিছু মানুষের জন্য এই সাবুদানাই খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাদের সাবুদানা খেলেই সমস্যা বাড়বে।
জেনে নেওয়া যাক কাদের কাদের সাবুদানা খেলে বাড়বে বিপদ। সাবুদানা দিয়ে খিচুড়ি, ক্ষীর, বড়া, পাঁপড় নানারকম উপাদান তৈরি হয়।
প্রোটিন, ফাইবার, ক্যালশিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, কার্বোহাইড্রেট ও জিঙ্ক এই সাবুদানাতে পাওয়া যায়।
সাবুদানা অনেকক্ষেত্রেই হজমের সমস্যা তৈরি করে। ফলে বুঝেশুনে খাওয়াই উচিত সাবুদানা। ডায়াবেটিস রোগীদের না খেলেই ভাল।
সাবুদানায় প্রচুর কার্বোহাইড্রেট রয়েছে, আর এটি উচ্চ গ্লাইসেমিক সূচক যুক্ত একটি খাবার। এর ফলে খুব দ্রুত রক্ত শর্করা মাত্রা বাড়তে পারে।
যারা ওজন কমাতে চাইছেন, তাদের সাবুদানা না খাওয়াই ভাল কারণ এতে ভরপুর স্টার্চ ও ক্যালোরি রয়েছে।
যে ব্যক্তিদের হজমের সমস্যা রয়েছে, কিংবা কোষ্ঠকাঠিন্য রয়েছে, তাদের সাবুদানা না খাওয়াই উচিত। অন্তত বেশি মাত্রায় না খেলেই ভাল।
অনেকের আবার স্টার্চ জাতীয় খাবারে অ্যালার্জি থাকে। এর কারণে এই ধরনের খাবারে হজমের সমস্যা, ত্বকের সমস্যা কিংবা শ্বাসকষ্টের সমস্যা দেখা যায়।
যারা হৃদরোগের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে সাবুদানা দিয়ে ভাজাভুজি জাতীয় খাবার না খাওয়াই ভাল। এতে কোলেস্টেরল বাড়ার সম্ভাবনা থাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -