Sawan Monday 2022: শ্রাবণের সোমবারে শিবের আশীর্বাদ পেতে অবশ্যই জপ করুন এই মন্ত্রগুলি, দূর হবে দুঃখ
ভগবান শিবের উপাসনা করে শ্রাবণের প্রতি সোমবার উপবাস করলে মনস্কামনা পূরণ হয়। বাংলা ছাড়াও শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করার প্রচলন রয়েছে গোটা দেশে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভগবান শিবের পুজোয় পাঁচটি অক্ষর উল্লেখ করা হয়ে থাকে। নমঃ শিবায় পাঁচটি অক্ষর আছে ন, মা, শি, ভা এবং ইয়া। প্রতিটি অক্ষরের নিজস্ব অর্থ ও তাৎপর্য রয়েছে।
ভগবান শিবকে মহাবিশ্বের স্রষ্টা বলে মনে করা হয়। মহাবিশ্ব পাঁচটি উপাদান পৃথিবী, আকাশ, জল, আগুন এবং বায়ু। মহাবিশ্বের এই পাঁচটি উপাদান শিবের পঞ্চাক্ষর মন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে।
হিন্দুমতে শিবপুজোর সময় নগেন্দ্রহারায়া ত্রিলোচনায়া ভাসমঙ্গারাগায়া মহেশ্বরায়- এই মন্ত্রে পুজো শুরু করা হয়। এর অর্থ হল- আমি ভগবান শিবকে নমস্কার করি, যিনি তাঁর গলায় সাপ ধারণ করেন এবং সর্বদা শুদ্ধ। আমরা তাঁর কাছে আমাদের প্রণাম নিবেদন করি। এই মন্ত্র জপে মনে সাহস সঞ্চার হয়।
এরপর- মন্দাকিনী সলিল চন্দন চরচিতায় নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বর মন্ত্রটি বলা হয়। অর্থ হল 'শিব মহাকাল'। 'ম' অক্ষরের মধ্যেই প্রকৃতির শক্তি বিদ্যমান। শিবায় গৌরী বদানবজবৃন্দা সূর্যায়া দক্ষিণাবর্ণনাশাকায় মন্ত্রটি জপ করুন এরপর।
এটিকে পরম শুভ মন্ত্র হিসেবে দেখা হয়। জীবনে অপার সুখ ও শান্তি নিয়ে আসে এই মন্ত্র, এমনটাই মত। শিবের কৃপা লাভ করতে এই মন্ত্র জপ ভাল।
শিব আদি, অনন্ত এবং অসীম। যখন সৃষ্টি ছিল না তখন শিব ছিলেন, যখন সৃষ্টি হবে তখন শিব আছেন এবং সৃষ্টি না থাকলেও শিব থাকবেন। মন্ত্রগুলি সেই দিকেই নির্দেশ করে।
শিবলিঙ্গে বেল পাতা ও জল অর্পণ করুন। এরপর শিবলিঙ্গ প্রদক্ষিণ করুন। মনোবাসনা পূরণের জন্য মহাদেবের কাছে প্রার্থনা করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -