Sawan Somvar 2021 : পূণ্যার্থীরা বিশেষ পুজোর জন্য কেন খোঁজেন শ্রাবণ মাসের সোমবার? জেনে নিন সমস্ত তথ্য

শ্রাবণ মাসের সোমবার, জেনে নিন সমস্ত তথ্য

1/10
পূণ্যার্থীদের কাছে শ্রাবণ মাসের সোমবারের গুরুত্ব অপরিসীম। তাই তাঁরা শিবপুজোর জন্য বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলি পালন করেন।
2/10
পূরাণে কথিত রয়েছে যে, এই শ্রাবণ মাসেই ভগবান শিব বিষ পান করেছিলেন।
3/10
প্রচলিত রয়েছে যে, শ্রাবণ মাসের সোমবার শিবের পুজো করলে সমস্ত দুঃখ, কষ্ট দূর হয়।
4/10
শ্রাবণ মাসের সোমবার নারী-পুরুষ উভয়ই শিবের পুজো করেন।
5/10
এবছর শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে ২৬ জুলাই। দ্বিতীয় সোমবার পড়েছে ২রা অগাস্ট।
6/10
তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম সোমবার পড়েছে যথাক্রমে ৯, ১৬ এবং ২২ অগাস্ট।
7/10
শ্রাবণ মাসের সোমবারে সাধারণত উপোস করেই পুজো দেন পূণ্যার্থীরা। তবে কেউ কেউ উপবাস করাকালীন জল এবং ফলও খেয়ে থাকেন।
8/10
ভগবান শিবের পুজোর এই বিশেষ দিনে দুধ, ঘি, দই, মধু এবং গঙ্গাজল মিশিয়ে পুজো করা হয়।
9/10
এই দিনে আমিষ খাবার এড়িয়ে চলেন পূণ্যার্থীরা।
10/10
কথিত আছে, অবিবাহিত মহিলারা ভগবার শিবের মতো স্বামী পাওয়ার জন্য এই ব্রত করে থাকেন।
Sponsored Links by Taboola