Skin Oils : রাতে ঘুমানোর আগে এই ৭ ধরনের তেল মুখে লাগান, বাড়বে ত্বকের সৌন্দর্য
প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখে তেল লাগালে ত্বকের উজ্জ্বলতা বাড়তে পারে।
প্রতীকী ছবি
1/10
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে তেল খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি যদি রাতে ঘুমানোর আগে মুখে তেল লাগান।
2/10
প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখে তেল লাগালে ত্বকের উজ্জ্বলতা বাড়তে পারে। (ছবি-Freepik)
3/10
এছাড়াও এর আরও অনেক সুবিধা থাকতে পারে। আসুন জেনে নেওয়া যাক ত্বকের জন্য স্বাস্থ্যকর তেলের কথা।
4/10
রাতে ঘুমানোর আগে নারকেল তেল লাগান। এতে ত্বক উজ্জ্বল হবে। (ছবি-Freepik)
5/10
ক্যাস্টর অয়েল ব্যবহারে মুখের সৌন্দর্য বৃদ্ধি পায়। (ছবি-Freepik)
6/10
প্রতিদিন মুখে পুদিনার তেল লাগান। এতে অনেক উপকার হবে। (ছবি-Freepik)
7/10
সরিষার তেল ত্বকের জন্য স্বাস্থ্যকর। প্রতিদিন মুখে লাগান। এটি আপনার ত্বককে উজ্জ্বল করতে পারে। (ছবি-Freepik)
8/10
বাদাম তেলও ত্বকের জন্য খুবই স্বাস্থ্যকর বলে মনে করা হয়। এটি ত্বকের মান উন্নত করতে পারে। (ছবি-Freepik)
9/10
মৌরির তেল মুখে লাগিয়ে ফোলাভাব ও লালভাব কমানো যায়। (ছবি-Freepik)
10/10
অলিভ অয়েল ত্বকের জন্য খুবই উপকারী। এটি আপনাকে মুখের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। (ছবি-Freepik)
Published at : 23 Sep 2022 08:30 PM (IST)