Immunity Booster Foods : বর্ষায় নানা রোগে ভুগছেন ? রইল 'দাওয়াই'

Immunity Booster : জামে থাকা উপাদান কিডনি থেকে টক্সিন বের করে দেয়। এছাড়া এই ফলে থাকা ফাইবার হজমে সাহায্য করে।

প্রতীকী ছবি

1/10
বর্ষায় রোগ-বালাই লেগেই রয়েছে। জ্বর-সর্দি-কাশি থেকে ত্বকের নানা রোগে জেরবার অনেকেই।
2/10
এই পরিস্থিতিতে বৃষ্টি-বাদলের দিনে রোগ প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেহেতু একটা অতিমারী এমনিতেই চলছে, তাই হামেশাই রোগের ঝঞ্ঝাট এড়াতে পাতে থাক রোগ প্রতিরোধ গড়ে তুলতে পারে এমন খাবার।
3/10
খেতে পারেন বেদানা। এতে ভিটামিন সি ও ফাইবার রয়েছে। রয়েছে অ্যান্টি-অক্সিডেন্টও।
4/10
বেদানা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। হজমে সাহায্য করে এবং টাইপ টু ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে।
5/10
পাতে তুলে নিন টক দই। রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে অব্যর্থ ।
6/10
টক দইয়ে রয়েছে ভিটামিন, খনিজও। যা স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।
7/10
আয়ুর্বেদে অন্যতম তাৎপর্যপূর্ণ জাম। হার্ট, আর্থারাইটিস, পেট ব্যথার মতো রোগের মোকাবিলায় এই ফলের কথা বলে আয়ুর্বেদ।
8/10
জামে থাকা উপাদান কিডনি থেকে টক্সিন বের করে দেয়। এছাড়া এই ফলে থাকা ফাইবার হজমে সাহায্য করে।
9/10
বর্ষায় বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সাহায্য করে আমলা। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট।
10/10
এছাড়া এই মরসুমে নিয়মিত খান বিট। বিটরুট হজমে সাহায্য করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।
Sponsored Links by Taboola