Video Calls : কী করলে সুন্দর লাগবে ভিডিও কলে ?
করোনা-পর্বে বেড়েছে ওয়ার্ক ফ্রম হোম । এই সময়ে কাজের খাতিরে সহকর্মীদের প্রায়ই নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে হয়। সেই কারণে একে অপরের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে ভিডিও কলও বেছে নেন অনেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু, ভিডিও কলে খারাপ ছবি আসে বলে অনেকেই গ্রুপে ক্যামেরা মোড অফ রাখেন। কিন্তু, কয়েকটি নির্দিষ্ট পদ্ধতি গ্রহণ করলেই ভিডিও কলেও নিজেকে ভাল দেখতে লাগবে।
পর্যাপ্ত আলো
এমন একটি ঘরে বসুন যেখানে জানালার দিকে আপনার মুখ থাকবে । অথবা, প্রাকৃতিক ও কৃত্রিম আলোর মিশ্রণ রাখার চেষ্টা করুন ঘরের মধ্যে
ব্যাকগ্রাউন্ড ঠিক রাখুন
যেখানে বসছেন - উজ্জ্বল রং, সহজ ও পরিষ্কার ব্যাকগ্রাউন্ড রাখুন। ভাল রং করা দেওয়াল, সোফা বা গাছ রাখতে পারেন।
স্ক্রিনে নয়, ক্যামেরার দিকে তাকান
কথা বলার সময় সব সময় ক্যামেরার দিকে তাকান। তাতে আই-কন্ট্যাক্ট বাড়ে এবং আপনাকে আত্মবিশ্বাসী লাগবে।
হেডসেট এড়ান
ইয়ারবাড বা ওয়্যারলেস ইয়ারফোন ব্যবহার করুন। তাতে ফ্রেমে আপনার জন্য জায়গা বেশি থাকবে। তাছাড়া ভালভাবে শুনতেও পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -