Exit Poll 2024
(Source: {)
Good Sleep Tips : AC নেই বলে গরমে রাতে ঘুমাতে পারছেন না ? সমাধান হাতের মুঠোয়
ভাল এবং গভীর ঘুম সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। ঠিকমতো ঘুম না হলে শরীরে অনেক ধরনের সমস্যা হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগরম কালে অনিদ্রা একটি সমস্যা হয়ে দাঁড়ায়। গরমের কারণে ঘন ঘন ঘুম ভেঙে যায়। এই পরিস্থিতিতে নানা রকমের রোগ আপনাকে ঘিরে ধরতে পারে।
অতএব, যদি গ্রীষ্মে ভালভাবে ঘুমাতে চান , তাহলে আজ থেকেই এই নিয়মগুলি অনুসরণ করা শুরু করুন...
যখন ঘুমাতে যাবেন, তার অন্তত এক ঘণ্টা আগে গরম দুধ পান করতে পারেন। রোজ এমনটা করলে ঘুম ভাল হয়।
তেল মালিশ করলে খুব ভাল ঘুম হতে পারে। তেল মালিশ করলে হার্টের স্বাস্থ্যও ভাল থাকে।
ঘুমানোর আগে হালকা গরম জলে স্নান করে নিলে ভাল ঘুম হয়।
রাতে যদি ঘুম সম্পূর্ণ না হয়, তাহলে দিনে অল্প সময়ের জন্য ঘুমিয়ে নিতে পারেন। তাতে মেজাজ চনমনে হয়ে যাবে। এনার্জিতে ভরপুর হয়ে উঠবেন।
রাতে শোওয়ার দুই থেকে তিন ঘণ্টা আগে ডিনার সেরে নিন। খাবার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লে পেটে মজুত থাকা অ্যাসিডে বুকে জ্বালাপোড়া সৃষ্টি করে, যা ঘুম দূর করে দিতে পারে।
রাতে ঘুমানোর আগে নিকোটিন, ক্যাফেইন এবং অ্যালকোহল এড়িয়ে চলুন। এগুলি ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।
ঘুমানোর আগে ফোন কম ব্যবহার করুন। এতে ঘুম হয় না এবং চোখের দৃষ্টিতেও নেতিবাচক প্রভাব পড়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -