Shilpa Shetty Raj Kundra Bungalow Pics:স্ত্রী শিল্পা শেট্টি ও সন্তানদের সঙ্গে ১০০ কোটি টাকার বাংলোয় থাকেন রাজ কুন্দ্রা, দেখুন অন্দরের কিছু ছবি
অশ্লীল ভিডিও তৈরির অভিযোগ গ্রেফতার ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে আদালত ২৩ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। অর্থাৎ,আপাতত নিজের আলিশান বাংলো থেকে দূরে পুলিশ লক-আপে কাটাতে হবে রাজ কুন্দ্রাকে। আসলে রাজ কুন্দ্রা একটি আলিশান বাংলোতে থাকেন। তাঁর এই বাড়ি কোনও রাজমহলের থেকে কোনও অংশে কম নয়। দেখে নেওয়া যাক, সেই বাংলোর অন্দরের কিছু ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির এই বাংলো কিণারা বলিউড তারকাদের মধ্যে সবচেয়ে দামি বাড়ির তালিকায় তিন নম্বরে রয়েছে। এই তালিকায় এর আগে রয়েছ অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের বাড়ি। শিল্পার বাড়িতে একটি বার রয়েছে। যা দেখে সহজেই অনুমেয় যে, এটা কতটা বিলাসবহুল।
শিল্পা শেট্টি তাঁর এই প্রাসাদোপম বাড়ির ছবি মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় শেয়ার করেন। সেই ছবিগুলিতে কখনও তাঁকে যোগানুশীলন করতে দেখা যায়, আবার কখনও স্বামীর সঙ্গে অবসর কাটাতে দেখা যায়। তাঁর এই সব ছবি সঙ্গে সঙ্গেই অনুরাগীদের নজর কেড়ে নেয়।
রাজ কুন্দ্রা ও শিল্পার বাড়িতে রয়েছে একটা দারুণ ডাইনিং এরিয়া। সেখানে একসঙ্গে অনেক লোক খাওয়া-দাওয়া করতে পারেন। অর্থাৎ, এখানে ছোটখাটো পার্টি সহজেই আয়োজন করা যায়।
শিল্পা-রাজের বাড়ির অন্দরসজ্জাও স্বাভাবিকভাবেই বিলাসবহুল। নজর কেড়ে নেয় বাড়ির রং। লিভিং এরিয়াও খুবই সুন্দর। বাড়ির আনাচে-কানাচে রয়েছে মহার্ঘ আসবাবপত্র।
বাংলোর বাগান এলাকায় শিল্পার যোগাভ্যাসের ছবি প্রায়ই সোশাল মিডিয়ায় দেখা যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -