Shoe Care : বৃষ্টিতে চামড়ার জুতো ভিজে গিয়েছে ? সেই অবস্থাতেই কাজ সারছেন ? বিপদ ডেকে আনছেন না তো ?

প্রথমত অসময়ে বৃষ্টি নিয়ে আসে রোগ-ব্যাধি। তার উপর সেই বৃষ্টিকে পাত্তা না দিয়ে কেউ যদি ভিজে তারপরে এসি রুমে ঢোকেন, তাহলে শরীর খারাপ হতে বাধ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
তবে অনেকেই শীতের সময়টায় চামড়ার জুতো পড়তে পছন্দ করেন। এদিকে আচমকা বৃষ্টিতে চামড়ার জুতোর দফারফা তো হয়ই। সেই সঙ্গে ত্বকেও প্রভাব পড়ে।

মূলত ভেজা জুতো পড়ে থাকলে লীনতাপ বেরিয়ে, শরীর খারাপ হতে পারে। জ্বর আসতে পারে। এমনকি ভিজে পায়ে সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও থাকে।
এর পাশাপাশি, ভেজা জুতো পড়ে থাকলে জীবাণু সংক্রমণের একটা বড় আশঙ্কা থাকে। তাই ভেজা জুতো পরা এড়িয়ে যাওয়াই ভাল হবে।
এবার আসা যাক জুতোর কথায়। আচমকা বৃষ্টিতে চামড়ার জুতো ভিজে গেলে, বাঁচানোর উপায় অনেকগুলিই আছে। নারকেল তেল যদি শুকনো জুতোয় লাগানো হয়, সেক্ষেত্রে সমস্যা এড়ানো যাবে।
এরপর সেই চামড়ার জুতো পরে বৃষ্টিতে বের হলেও জুতো ভিজবে না। জুতোরও যত্ন নেওয়া হয়ে যাবে। তবে এর পাশাপাশি আরও ঘরোয়া উপায়ও রয়েছে।
মোম ব্যবহারেও, চামড়ার জুতোয় জল লেগে থাকবে না। বৃষ্টিতে চামড়া পচে যাওয়ার আশঙ্কা তৈরি হবে না। মূলত সারা জুতোতেই মোম ঘষতে হবে। সেলাইয়ের জায়গায় বেশি করে দিতে হবে।
এর পাশাপাশি আপনি যদি প্রায়শই জুতো পালিশ করান, সেক্ষেত্রেও জুতোর যত্ন নেওয়া হবে। বৃষ্টির জল খুব একটা বেশি ক্ষতি করতে পারবে না। তবে ভারী বৃষ্টিতে সেটা সম্ভব নয়।
ওয়াটারপ্রুফ ক্রিম থাকলেও জুতো ভাল থাকবে। বৃষ্টি এই ক্রিম দিয়ে ভাল করে মুছতে হবে। বিশেষ করে সেলাইয়ের অংশে। তাহলে জুতো ঠিক থাকবে।
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -