Relationship Tips: দাম্পত্য কাঁটা তৃতীয় ব্যক্তি! গোড়াতেই বুঝবেন কী করে...
ঝড়-ঝাপটা যেমন বলে কয়ে আসে না, তেমনই সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশও ঘটে যায় আচম্বিতেই। কিছু বুঝে ওঠার আগেই চিড় ধরতে পারস্পরিক সমীকরণে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু গোড়াতেই যদি অসুখের কারণ বুঝে যান, তাহলে নিরাময়ের পথ সহজ হয়ে যায়। তাই সঙ্গীর কোন আচরণ দেখে বুঝবেন যে তাঁর মন উড়ু উড়ু করছে, জেনে নিন।
আচমকা যদি রাখঢাক করত শুরু করেন সঙ্গী। কোথায় যাচ্ছেন বা কোথা ছিলেন যদি না জানাতে চান, ফোন বা ল্যাপটপ যদি আপনার থেকে দূরে রাখতে চান, বিপদের ঝুঁকি রয়েছে বলে বুঝতে হবে। সরাসরি গিয়ে জিজ্ঞেস করুন।
সব সম্পর্কেই নানা সমস্যা থাকে। কথাবার্তার মাধ্যমে তার সমাধান সম্ভব। কিন্তু কথা বলাই যখন সমস্যা হয়ে দাঁড়ায়, উদ্বেগের কারণ রয়েছে। যেনতেন প্রকারে সঙ্গী কথা এড়াতে শুরু করলে বুঝতে হবে কোথাও একটা গলদ রয়েছ।
শুধু মানসিক নয়, শারীরিক ভাবে দূরত্ব তৈরি হলেও তাল কেটেছে বুঝতে হবে। আচমকা যদি সঙ্গী ঘনিষ্ঠ হতে আগ্রহ না দেখান, বুঝতে হবে অন্যত্র প্রয়োজন মিটছে তাঁর। নিভৃতে সময় না কাটানোও উদ্বেগের। তাই এমন কিছু লক্ষ্য করলে অবশ্যই কথা বলুন।
হাতের কাছে যা পাওয়া যায়, তাই হয়ত পরে বেরিয়ে যেতেন এতদিন। কিন্তু হঠাৎ করে সাজগোজ নিয়ে সচেতন হয়ে পড়েছেন সঙ্গী, নিজেকে আকর্ষণীয় দেখাতে উদগ্রীব হয়ে পড়লে বুঝবেন বিপদ রয়েছে।
একসঙ্গে থাকতে গেলে ঠোকাঠুকি লাগেই। কিন্তু কথায় কথায় ঝগড়া, কিছু বলতে গেলেই যখন বিরক্তি প্রকাশ করেন সঙ্গী, বুঝবেন, কিছু লুকোতে চাইছেন আপনার সঙ্গী বা নিজেদের পরিবর্তিত আচরণ লুকোতে ঝগড়া করছেন।
সংসার চালাতে গেলে অনেক রকম হিসেব রাখতে হয়। হঠাৎ যদি অতিরিক্ত খরচ করতে শুরু করেন সঙ্গী এবং তার হিসেবও না দিতে পারেন, বুঝতে হবে, বাইরে কোথাও টাকা ঢালছেন তিনি। তাই নিজের অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে সতর্ক হোন।
৯-৫টার অফিস থেকে আমাদের দৈনন্দিন কাজকর্ম মূলত রুটিন মেনে হয়। প্রত্যহ কোন সময় কী করি, তাতে কেনও হেরফের হয় না। কিন্তু নানা বাহানায় যদি সঙ্গী অতিরিক্ত সময় বাইরে থাকতে শুরু করেন, বিপদ রয়েছে।
একছাদের নিচে থাকতে থাকতে মানসিক সংযোগ তৈরি হয়। মুখ ফুটে কিছু না বললেও, সামনের জন বুঝে যান মনের কথা। মিলে যায় চিন্তাভাবনা। মন উড়ু উড়ু হলে তা নিয়ে আর বিশেষ আগ্রহ থাকে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -