Health Tips: গরমকালে পায়ের যত্ন কীভাবে? রইল টিপস

ফাইল ছবি

1/11
শীত পেরিয়ে বসন্ত এসেছে বঙ্গে। তবে ক্যালেন্ডারে বসন্তকাল হলেও তাপামাত্রার পারদ কিন্তু ক্রমেই বাড়ছে। সঙ্গে বাড়ছে রোদের তেজও।
2/11
আর এই সময়ে রোদের মধ্যে বাইরে গেলে বাড়বে ট্যান পড়ার আশঙ্কাও। তাই এই সময় ত্বকের বিশেষ যত্নও প্রয়োজন।
3/11
শীতকালে সাধারণত জুতো এবং মোজাতেই পা ঢাকা থাকে। কিন্তু গরমকালে তা সম্ভব নয়। ফলে রোদে পা পুড়ে ট্যান পড়ার আশঙ্কা থেকেই যায়।
4/11
তাই পায়ের যত্ন নিতে মানতে হবে কিছু সহজ পন্থা। কীভাবে যত্ন নেবেন পায়ের?
5/11
পিউমিস স্টোন ব্যবহার করে পা এক্সফোলিয়েট করা যায়। সপ্তাহে অন্তত দুবার ফুট স্ক্র্যাপার দিয়ে আপনার পা পরিষ্কার করা যায়।
6/11
স্নান শেষে ক্রিম বা শসা বা অ্যালোভেরা ময়শ্চারাইজার ব্যবহার করা যায়। আঙুলেও ভাল করে ম্যাসাজ করতে হবে।
7/11
নখ সুন্দর দেখাতে চাইলে, তাহলে রঙিন নেইল পেইন্ট ব্যবহার করতে হবে। নিম্নমানের নেইল পেইন্ট পায়ের নখের ক্ষতি করতে পারে।
8/11
যেমন আলাদা তোয়ালে ব্যবহার করি, ঠিক একইভাবে, শুধুমাত্র নিজেদের জুতোই ব্যবহার করা উচিত। এটা একেবারে অভ্যাস করতে হবে।
9/11
অন্য কারোর সঙ্গে মোজা শেয়ার করা বা অন্যের মোজা পরা অভ্যাস ত্যাগ করতে হবে। এতে সংক্রমণ দূরে থাকবে এবং এই পদ্ধতিতে পা সুস্থ থাকবে।
10/11
অতিরিক্ত ঘামের সমস্যা থাকলে সুতির মোজা পরা যাবে। এমন মোজা অক্সিজেন সরবরাহ বাড়বে। এই মোজা অবশ্যই সাবান জল দিয়ে পরিষ্কার করতে হবে।
11/11
আঁটসাঁট জুতো পায়ে রক্ত চলাচল বন্ধ করে দেয়। ফলে পায়ে ফোস্কা হয়। রক্ত সঞ্চালন যাতে সঠিকভাবে হয় তার জন্য হালকা জুতো পরতে হবে।
Sponsored Links by Taboola