Ice Facial: গরমের শুরুতেই বরফ দিয়ে ফেসিয়াল করছেন, কী কী উপকার হবে ত্বকের? সমস্যায় বা কী কী?

Skin Care Tips: বরফ জলে মুখ ডুবিয়ে কিংবা ত্বকে বরফ ঘষে গরমের মরশুমে অনেকেই ফেসিয়াল করে থাকেন। এই পদ্ধতি ব্যবহার করলে কী কী উপকার পাবেন? কোন কোন সমস্যাই বা হতে পারে? জেনে নিন বিশদে।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1/10
ছবি সূত্র- পিক্সেলস। গরমকালে অনেকেই ত্বকে বরফ দিয়ে ফেসিয়াল করেন। বরফ জলে মুখ ডুবিয়ে কিংবা মুখে বরফ ঘষে ত্বকের পরিচর্যা করা সম্ভব।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। বরফ দিয়ে ত্বকে ফেসিয়াল করলে অনেক উপকার পাওয়া যায়। তবে কিছু সমস্যাও দেখা দিতে পারে। জেনে নিন সবিস্তারে।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। মুখে যদি ফোলাভাব থাকে, তাহলে তা কমাতে সাহায্য করে বরফ জল। গাল এবং চোখের চারপাশের ফোলা অংশ কম সময়ে কমাতে সাহায্য করে বরফ জল।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। একটা কাচের বাটিতে জল নিয়ে তার মধ্যে বরফের টুকরো দিয়ে, তারপর সেখানে আলতো ভাবে মুখ চুবিয়ে তুলে নিতে হবে। বেশ কয়েকবার এই পদ্ধতিটি করতে হবে। তাহলেই কমবে চোখ-মুখের ফোলা ভাব।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। গরমকালে ত্বকে অনেক সময়েই র‍্যাশ, লালচে ভাব, ব্রন, এইসব সমস্যা দেখা দেয়। রোদের থেকে এগুলি হতে পারে। সেনসিটিভ স্কিনে বেশি সমস্যা হতে পারে। এক্ষেত্রে আপনি ত্বকে বরফ ব্যবহার করতে পারেন।
6/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের যেসব অংশে র‍্যাশ, লালচে ভাব, অ্যালার্জি দেখা দিয়েছে - সেখানে বরফের টুকরো নিয়ে ঘষতে পারেন আলতো হাতে। কয়েকদিন এটা করলেই উপকার পাবেন হাতেনাতে।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। গরমকালে ত্বক হাইড্রেটেড রাখতে আইস ফেসিয়াল করতে পারেন। বরফের সাহায্যে ত্বকে আর্দ্র ভাব বজায় থাকবে। তার ফলে ত্বকে খুব একটা রুক্ষ-শুষ্ক ভাব দেখা যাবে না।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। গরমের দিনে ব্রনর সমস্যা বাড়ে। ত্বকের পোরসগুলি যদি বেশি উন্মুক্ত থাকে তাহলে সেখানে ঘাম, নোংরা জমে ব্রনর সমস্যা বাড়তে পারে। তবে এর সমাধান রয়েছে আইস ফেসিয়ালে।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। বরফজলে মুখ ডুবিয়ে রাখলে কিংবা ত্বকে বরফের টুকরো ঘষলে পোরসের মুখগুলি অনেকটা উন্মুক্ত থাকার বদলে সংকুচিত হবে কিছুটা। তার ফলে ব্রনর সমস্যা কমবে। একই সঙ্গে ত্বকের ইলাস্টিসিটিও বজায় থাকবে।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। মুখে বরফলজল কিংবা বরফের টুকরো ব্যবহার করলে রিঙ্কেলস বা বলিরেখার সমস্যাও কমে। তবে সরাসরি ত্বকে বরফের টুকরো ঘষলে কিন্তু ফ্রস্টবাইট কিংবা আইস-বার্নের সমস্যাও দেখা দিতে পারে।
Sponsored Links by Taboola