Tan Removal Kitchen Ingredients: রান্নাঘরের এই ৫ উপকরণে নিমেষে দূর হবে সান-ট্যান, বাড়িতেই বানিয়ে নিন ফেসপ্যাক
সামার ট্যান বা সান ট্যান তোলার জন্য রান্নাঘরের অনেক জিনিসপত্রই ব্যবহার করা যায়। এর মধ্যে অন্যতম হল টকদই। খুব সহজে ট্যান দূর করতে সাহায্য করে এই উপকরণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপনি টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য হলুদ গুঁড়ো বা মধু। এই মিশ্রণ
মধুর সাহায্যেও বাড়িতেই তৈরি করে নিতে পারেন সান ট্যান রিমুভাল প্যাক। এক্ষেত্রে মধুর সঙ্গে কিছু উপকরণ ব্যবহার করতে হবে।
মধুর সঙ্গে সামান্য পাতিলেবুর রস আর চিনি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে পারেন। এর সাহায্যে স্ক্রাবিং এবং ট্যান তোলার কাজ দুটোই হবে।
লেবুর রসে থাকে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড। এই দুই উপকরণই ত্বকের কালচে দাগছোপ এবং ট্যান তুলতে সাহায্য করে। আর প্রায় সকলের বাড়িতেই পাতিলেবু পাওয়া যায়।
হলুদ গুঁড়োর মধ্যে পাতিলেবুর রস মিশিয়ে, কিংবা মধু বা টকদইয়ের সঙ্গেও পাতিলেবুর রস মিশিয়ে বাড়িতে তৈরি করা যায় ট্যান তোলার ফেসপ্যাক।
শুধু মুখের নয় গায়ে, হাতেপায়ের ট্যান তোলার ক্ষেত্রে খুবই উপকারি হলুদ গুঁড়ো। এর সঙ্গে বিভিন্ন উপকরণ মিশিয়ে তৈরি করে নেওয়া যাক প্যাক।
দুধের সর আর হলুদ গুঁড়ো মিশিয়ে ট্যানের জায়গায় লাগাতে পারলে খুব অল্প দিনের মধ্যেই ফিকে হবে কালচে দাগছোপ।
ন্যাচারাল ট্যান রিমুভাল প্রোডাক্ট হিসেবে টোম্যাটোর জুড়ি মেলা ভার। যে জায়গায় ট্যান হয়েছে সেখানে টোম্যাটোর টুকরো ঘষে দেখতে পারেন। উপকার পাবেন।
টোম্যাটোর রস করে তার মধ্যে দিয়ে দিন কিছুটা বরফের কুচি। এবার এই মিশ্রণ ভালোভাবে ট্যান হওয়া জায়গায় লাগাতে হবে। অল্পদিনের মধ্যেই উপকার পাবেন আপনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -