Tan Removal Kitchen Ingredients: রান্নাঘরের এই ৫ উপকরণে নিমেষে দূর হবে সান-ট্যান, বাড়িতেই বানিয়ে নিন ফেসপ্যাক

Skin Care Tips: ন্যাচারাল ট্যান রিমুভাল প্রোডাক্ট হিসেবে টোম্যাটোর জুড়ি মেলা ভার। যে জায়গায় ট্যান হয়েছে সেখানে টোম্যাটোর টুকরো ঘষে দেখতে পারেন। উপকার পাবেন।

ছবি সূত্র- পিক্সেলস

1/10
সামার ট্যান বা সান ট্যান তোলার জন্য রান্নাঘরের অনেক জিনিসপত্রই ব্যবহার করা যায়। এর মধ্যে অন্যতম হল টকদই। খুব সহজে ট্যান দূর করতে সাহায্য করে এই উপকরণ।
2/10
আপনি টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য হলুদ গুঁড়ো বা মধু। এই মিশ্রণ
3/10
মধুর সাহায্যেও বাড়িতেই তৈরি করে নিতে পারেন সান ট্যান রিমুভাল প্যাক। এক্ষেত্রে মধুর সঙ্গে কিছু উপকরণ ব্যবহার করতে হবে।
4/10
মধুর সঙ্গে সামান্য পাতিলেবুর রস আর চিনি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে পারেন। এর সাহায্যে স্ক্রাবিং এবং ট্যান তোলার কাজ দুটোই হবে।
5/10
লেবুর রসে থাকে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড। এই দুই উপকরণই ত্বকের কালচে দাগছোপ এবং ট্যান তুলতে সাহায্য করে। আর প্রায় সকলের বাড়িতেই পাতিলেবু পাওয়া যায়।
6/10
হলুদ গুঁড়োর মধ্যে পাতিলেবুর রস মিশিয়ে, কিংবা মধু বা টকদইয়ের সঙ্গেও পাতিলেবুর রস মিশিয়ে বাড়িতে তৈরি করা যায় ট্যান তোলার ফেসপ্যাক।
7/10
শুধু মুখের নয় গায়ে, হাতেপায়ের ট্যান তোলার ক্ষেত্রে খুবই উপকারি হলুদ গুঁড়ো। এর সঙ্গে বিভিন্ন উপকরণ মিশিয়ে তৈরি করে নেওয়া যাক প্যাক।
8/10
দুধের সর আর হলুদ গুঁড়ো মিশিয়ে ট্যানের জায়গায় লাগাতে পারলে খুব অল্প দিনের মধ্যেই ফিকে হবে কালচে দাগছোপ।
9/10
ন্যাচারাল ট্যান রিমুভাল প্রোডাক্ট হিসেবে টোম্যাটোর জুড়ি মেলা ভার। যে জায়গায় ট্যান হয়েছে সেখানে টোম্যাটোর টুকরো ঘষে দেখতে পারেন। উপকার পাবেন।
10/10
টোম্যাটোর রস করে তার মধ্যে দিয়ে দিন কিছুটা বরফের কুচি। এবার এই মিশ্রণ ভালোভাবে ট্যান হওয়া জায়গায় লাগাতে হবে। অল্পদিনের মধ্যেই উপকার পাবেন আপনি।
Sponsored Links by Taboola