Skin Care Mistakes: ত্বকের পরিচর্যায় এই ভুলগুলি করেন প্রায় সকলেই, সময় থাকতেই সতর্ক হোন
Skin Care: ত্বকের পরিচর্যা করার সময় আমরা প্রায় সকলেই কিছু ভুল করে থাকি। এইসব ভুল ত্বকের স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ।
ছবি সূত্র- পিক্সেলস
1/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের যত্ন নেওয়ার সময় অজান্তেই আমরা বেশ কিছু ভুল করে ফেলি যা পরবর্তীকালে ত্বকে একাধিক সমস্যার সৃষ্টি করে।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের পরিচর্যা করা মানে একগাদা প্রোডাক্ট ব্যবহার করা নয়। ত্বক পরিষ্কার রাখাই মূল লক্ষ্য। নিজের ত্বকের ধরন অনুসারে প্রোডাক্ট বেছে নিতে হবে অবশ্যই।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। মুখে কখনই সাবান ব্যবহার করবেন না। ফেসওয়াশ ব্যবহার করুন জেল বেসড। তাহলে ত্বক মারাত্মক রুক্ষ-শুষ্ক হবে না।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। মুখে ফেসওয়াশ দিন বা স্ক্রাব করুন, স্নানের পর সবার আগে ময়শ্চারাইজার কিংবা ক্রিম ব্যবহার করতে হবে।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। মেকআপ করলে ভাল গুণমানের প্রোডাক্ট অতি অবশ্যই ব্যবহার করতে হবে। কোনওভাবেই মেকআপ দীর্ঘক্ষণ মুখে রেখে দেবেন না। সম্ভব হলে যতটা কম হয়, ততটুকুও মেকআপ করুন।
6/10
ছবি সূত্র- পিক্সেলস। সারাবছর সানস্ক্রিন ব্যবহার করতে হবে। নাহলে ত্বকে ট্যান পড়ে কালচে দাগছোপ হতে বাধ্য। তাই সানস্ক্রিন বাদ দেওয়া চলবে না কোনওমতেই।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বক পরিষ্কারের সময় কখনই খুব জোরে জোরে ঘষবেন না। এর ফলে ত্বকের গঠন নষ্ট হয়ে যায়। বলিরেখার সমস্যাও দেখা দিতে পারে।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের যত্নে যতটা সম্ভব ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করুন। ঘরোয়া উপায়ে নিজেই বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট তৈরি করে নিতে পারেন।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। বাড়ির বাইরে বেরোলে তো বটেই বাড়িতে থাকলেও দিনে অন্তত দু'বার ভালভাবে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা জরুরি। নাহলে নোংরা জমে যাবে। ব্রনর সমস্যা বাড়বে।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। মুখ ধোয়ার পর সবসময় নরম সুতির গামছা কিংবা তোয়ালে দিয়ে আলতো হাতে চেপে চেপে মুখের জল মুছে নিতে হবে। জোরে ঘষে নয়।
Published at : 27 Jan 2025 03:03 PM (IST)