Skin Care Tips: শুধু স্বাস্থ্যকর খাবার নয়, এই উপকরণ ত্বকের পরিচর্যার জন্যেও আদর্শ, বাড়াবে জেল্লা
Skin Care With Oats: সরাসরি ওটসের গুঁড়ো ত্বকে ব্যবহার করবেন না। একদম মিহি গুঁড়ো না হলেও ত্বকে লাগাবেন না। শুকনো ওটসের গুঁড়ো ত্বকে লাগানো চলবে না।
ছবি সূত্র- পিক্সেলস
1/10
ছবি সূত্র- পিক্সেলস। ওটস যে শুধুমাত্র খাওয়ার জন্যই উপকারী তা কিন্তু নয়। এই উপকরণ দিয়ে দারুণ ভাবে ত্বকের পরিচর্যাও করা যায়।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। যাঁরা বাড়িতে ফেসপ্যাক, ফেস মাস্ক তৈরি করে ব্যবহার করেন, তাঁরা অবশ্যই ওটস দিয়ে তৈরি করতে পারেন প্রোডাক্ট।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। ওটসের সঙ্গে দুধের সর মিশিয়ে সবচেয়ে ভাল ফেস স্ক্রাব তৈরি করা যায়। ত্বকের ডেড সেল বা মরা কোষ ঝরাতে এই মিশ্রণ দারুণ ভাবে কাজ করে।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। ওটস আমাদের ত্বকের ক্ষেত্রে ভীষণ ভালভাবে এক্সফোলিয়েটরের কাজ করে। তাই জন্য স্ক্রাবার হিসেবে নিশ্চিন্তে ওটস ব্যবহার করুন।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। সপ্তাহে ২-৩ বার ওটস দিয়ে তৈরি ফেস স্ক্রাব, ফেস প্যাক, ফেস মাস্ক ব্যবহার করলে ত্বকের জেল্লা সারাবছর একইভাবে বজায় থাকবে।
6/10
ছবি সূত্র- পিক্সেলস। দুধের সর আর ওটসের গুঁড়ো মিশিয়ে মুখে, গলায় স্নানের আগে মেখে নিন। সপ্তাহে ২-৩ বার এই মিশ্রণ ব্যবহার করলে যাবতীয় কালচে দাগছোপ দূর হবে।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকে ব্রনর, র্যাশের সমস্যা কমাতেও কাজে লাগে ওটসের গুঁড়ো। খালি খুব মিহি গুঁড়ো করে নেওয়া জরুরি। নাহলে ত্বকের গঠন রুক্ষ হয়ে যেতে পারে।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। ওটসের গুঁড়োর মধ্যে সামান্য অলিভ অয়েল আর অল্প একটু মধু মশিয়ে দিলে, এই ফেস প্যাক আমাদের ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব দূর করে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। সরাসরি ওটসের গুঁড়ো ত্বকে ব্যবহার করবেন না। একদম মিহি গুঁড়ো না হলেও ত্বকে লাগাবেন না। শুকনো ওটসের গুঁড়ো ত্বকে লাগানো চলবে না।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। দুধ না পেলে অন্তত জলে ভিজিয়ে তবে ওটসের গুঁড়ো ত্বকে ব্যবহার করুন। নাহলে ত্বকের গঠন খসে খসে হয়ে যাবে। অতএব সতর্ক থাকুন।
Published at : 01 Sep 2025 03:46 PM (IST)