Makeup Removal Tips: পুজোয় মেকআপ করুন মনের সুখে, সঠিক পদ্ধতিতে তুলে ফেলাও জরুরি ত্বকের জন্য
Skin Care Routine: মেকআপ ত্বকে থেকে গেলে অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই ভালভাবে মেকআপ তুলে নেওয়া জরুরি।
ছবি সূত্র- পিক্সেলস
1/10
ছবি সূত্র- পিক্সেলস। মেকআপ ত্বক থেকে সবসময় ভালভাবে তুলে নেওয়া উচিৎ। নাহলে ত্বকে দেখা দিতে পারে অনেক সমস্যা।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। মেকআপ তোলার সময় কখনই ত্বকের উপর জোরে ঘষবেন না। তাহলে ত্বকের গঠন নষ্ট হবে।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। খালি হাতে মেকআপ তোলা উচিৎ নয়। ব্যবহার করুন তুলো, ভেজা টিস্যু পেপার, নরম কাপড়- এইসব জিনিস।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। মেকআপ তোলার সময় ভাল গুণমানের ক্রিম কিংবা ময়শ্চারাইজার ব্যবহার করা উচিৎ। এর ফলে ত্বক থেকে মেকআপ সহজে উঠে যাবে।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। মেকআপ তোলার ক্ষেত্রে অলিভ অয়েলও ভালভাবে কাজ করে। আর ত্বম হাইড্রেটেড রাখতেও সাহায্য করে।
6/10
ছবি সূত্র- পিক্সেলস। বাড়িতে থাকা নারকেল তেল দিয়ে সবচেয়ে সহজে মেকআপ তোলা সম্ভব। আর ত্বকেরও কোনও ক্ষতি হবে না এই উপকরণ ব্যবহার করলে।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। চোখের মেকআপ তোলার ব্যাপারে বিশেষ ভাবে সতর্ক থাকা প্রয়োজন। একটুও মেকআপ থেকে গেলে চোখের ক্ষতি হতে পারে।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। চোখের কাজল, লাইনার, মাস্কারা, আইশ্যাডো তোলার সময় খেয়াল করবেন মেকআপ রিমুভার হিসেবে যা ব্যবহার করছেন তা যেন চোখের ভিতর ঢুকে না যায়।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। সমস্ত ধরনের মেকআপ তোলার সময়েই বিশেষ করে চোখ এবং ঠোঁটের মেকআপ তোলার সময় ওয়েট টিস্যু পেপার বা ভেজা টিস্যু ব্যবহার করুন।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। মেকআপ ভালভাবে তোলা হয়ে গেলে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর হাল্কা ক্রিম কিংবা ময়শ্চারাইজার ম্যাসাজ করে নিন।
Published at : 29 Sep 2025 02:39 PM (IST)