Skin Care Tips: রাতভর ঘুরে ঠাকুর দেখছেন, ত্বক যাতে দেখতে ক্লান্ত না লাগে, তার জন্য কী কী করবেন?
Skin Care Routine: পুজোর কয়েকদিন মুখে ক্রিম, ময়শ্চারাইজার ম্যাসাজ করতে ভুলবেন না কিন্তু। নিয়ম করে এই কাজ করতেই হবে।
Continues below advertisement
ছবি সূত্র- পিক্সেলস
Continues below advertisement
1/10
ছবি সূত্র- পিক্সেলস। দুর্গাপুজোয় রাত জেগে ঠাকুর দেখা শুরু করে দিয়েছেন প্রায় সকলেই। এদিকে রাত জেগে ত্বকের অবস্থা বেশ শোচনীয়।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। ঠাকুর দেখার জন্য রাতে ভাল করে ঘুম হচ্ছে না। তার সরাসরি প্রভাব পড়ছে ত্বকে। এদিকে পুজোয় সাজগোজ করে তো দেখতে ভাল লাগতে হবে।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের অবস্থা যদি খারাপ হয়ে যায়, তাহলে মুশকিল। সেই জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা। কী কী করতে পারেন, দেখে নিন।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। বাড়ি ফিরে ভালভাবে ত্বক পরিষ্কার করতে হবে সবার আগে। নিজের ত্বকের ধরন অনুসারে ফেসওয়াশ ব্যবহার করুন।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। ভালভাবে ঘুম না হলে চোখের নীচের অংশ ফুলে যেতে পারে। মুখেও একটা ফোলাভাব দেখতে পাবেন। দেখতে কেমন যেন নির্জীব লাগবে।
Continues below advertisement
6/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের জেল্লা ফিরিয়ে যাতে আপনাকে দেখতে ঝকঝকে লাগে তার জন্য আপনি বরফ জলে মুখ ধুয়ে নিতে পারেন।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। একটা কাচের পাত্রে জল আর বরফ নিয়ে নিন। তারপর তার মধ্যে মুখ ডুবিয়ে অল্প কিছুক্ষণ রেখে মুখ তুলে ভালভাবে তোয়ালে দিয়ে মুছে নিন।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। রাতভর ঠাকুর দেখলে, সকালে বাড়ি ফিরে স্নানের আগে মুখে একটু অলিভ অয়েল আর মধু মিশিয়ে ম্যাসাজ করে নিন। এই দুই উপকরণ ত্বক হাইড্রেটেড রাখতে সাহায্য করবে।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বক হাইড্রেটেড না রাখলে দেখতে ভাল লাগবে না, সে আপনি যতই মেকআপ করুন। তাই পরিমিত জল কিন্তু খেতে হবে।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। পুজোর কয়েকদিন মুখে ক্রিম, ময়শ্চারাইজার ম্যাসাজ করতে ভুলবেন না কিন্তু। নিয়ম করে এই কাজ করতেই হবে।
Published at : 28 Sep 2025 03:44 PM (IST)