Skin Care Tips: স্নানের পর ময়শ্চারাইজার ব্যবহার করা ত্বকের জন্য কেন এবং কতটা জরুরি?
Moisturizer: ত্বক মোলায়েম এবং হাইড্রেটেড রাখতে ময়শ্চারাইজারের ব্যবহার করা জরুরি। স্নানের পর নিয়ম করে ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত।
ছবি সূত্র- পিক্সেলস
1/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকে নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। নিয়ম করে ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বক আর্দ্র এবং মোলায়েম থাকবে।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। সারাদিনে আর কখনও ময়শ্চারাইজার ব্যবহার না করলেও স্নানের পর অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। প্রতিদিন এই নিয়ম মেনে চলতে হবে।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। স্নানের পর ময়শ্চারাইজার ব্যবহার না করলে ত্বক দ্রুত রুক্ষ, শুষ্ক হয়ে যাবে। এমনিতেও ত্বকে স্নানের সময় জল পড়লে ত্বক একটু বেশিই রুক্ষ হয়ে যায়। তাই ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। স্নানের সময় যেহেতু আমরা সাবান ব্যবহার করি, মুখে ফেসওয়াশ ব্যবহার করি, তাই তারপরে অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের ধরন অনুসারে ময়শ্চারাইজার বেছে নিতে হবে। ব্রনর সমস্যা থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন ময়শ্চারাইজার বেছে নেওয়ার ব্যাপারে।
6/10
ছবি সূত্র- পিক্সেলস। যাঁদের বেশি ঘাম হয়, ত্বক তেলতেলে ধরনের তাঁরা জেল বা ওয়াটার বেসড ময়শ্চারাইজার ব্যবহার করুন। তাহলে ত্বক চিটচিটে হয়ে যাবে না।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। স্নানের পর ছাড়া রাতে ঘুমোতে যাওয়ার আগেও ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার না করলে ত্বকের গঠন নষ্ট হয়ে যাবে।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। ভাল গুণমানের ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। কখনই সস্তার ময়শ্চারাইজার ব্যবহার করবেন না। এর ফলে ত্বকের স্বাস্থ্যের অবনতি হবে।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। ময়শ্চারাইজার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। চোখে যেন কোনও ভাবেই ময়শ্চারাইজার ঢুকে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। দিনে দু'বার অন্তত ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। তাহলেই সারা বছর ত্বক মোলায়েম এবং উজ্জ্বল থাকবে।
Published at : 09 Jun 2025 02:57 PM (IST)