Corn Flour: ভুট্টা থেকে তৈরি ময়দা দিয়ে করুন ত্বকের পরিচর্যা, কী কী উপকার পাবেন?
Skin Care Tips: টকদই, সামান্য চিনি, আর কর্ন ফ্লাওয়ার মিশিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন ফেস স্ক্রাব। এই মিশ্রণ আপনার ত্বক থেকে ডেড স্কিন সেল অর্থাৎ ত্বকের মরা কোষ ঝরিয়ে ফেলতে সাহায্য করবে।
ছবি সূত্র- পিক্সেলস
1/10
ছবি সৌজন্যে- পিক্সেলস। ত্বকের যত্নের জন্য এই কর্ন ফ্লাওয়ার যে খুব উপকারী একটি জিনিস, তা হয়তো অনেকেই জানেন না। নরম, মোলায়েম, পেলব ত্বক পেতে সাহায্য করবে কর্ন ফ্লাওয়ার।
2/10
ছবি সৌজন্যে- পিক্সেলস। দুধ কিংবা জলের সঙ্গে কর্ন ফ্লাওয়ার মিশিয়ে তার মধ্যে দিন সামান্য পাতিলেবুর রস ও মধু। এই মিশ্রণ মিনিট ১৫ ত্বকে লাগিয়ে রাখতে হবে। আলতো হাতে ম্যাসাজ করে নিন। তারপর পরিষ্কার ঠান্ডা জলে মুখে ধুয়ে নিলেই হবে।
3/10
ছবি সৌজন্যে- পিক্সেলস। সপ্তাহে তিনদিন এই ফেসপ্যাক ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে ত্বকে জেল্লা ফিরে পাবেন আপনি। ত্বক থাকবে মোলায়েম। দূর হবে রুক্ষ-শুষ্ক ভাব। সেই সঙ্গে দুড় হবে ত্বকের কালচে দাগছোপও।
4/10
ছবি সৌজন্যে- পিক্সেলস। টকদই, সামান্য চিনি, আর কর্ন ফ্লাওয়ার মিশিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন ফেস স্ক্রাব। এই মিশ্রণ আপনার ত্বক থেকে ডেড স্কিন সেল অর্থাৎ ত্বকের মরা কোষ ঝরিয়ে ফেলতে সাহায্য করবে।
5/10
ছবি সৌজন্যে- পিক্সেলস। এর ফলে ত্বক দেখতে ঝকঝকে লাগবে। চোখের নীচের কালচে দাগও দূর করতে পারবে এই ফেস স্ক্রাব।
6/10
ছবি সৌজন্যে- পিক্সেলস। ত্বকের জন্য হলুদ খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ। কর্ন ফ্লাওয়ারের সঙ্গে হলুদ মিশিয়ে ফেস প্যাক তৈরি করে নেওয়া যাবে। এই ফেস প্যাক সপ্তাহে দু থেকে তিনদিন ব্যবহার করা যেতে পারে।
7/10
ছবি সৌজন্যে- পিক্সেলস। ত্বকের যাবতীয় অ্যালার্জি, র্যাশ দূর করবে এই ফেস প্যাক। ব্রনর সমস্যাও কমাবে। ত্বক উজ্জ্বল রাখতেও সাহায্য করবে এই ফেস প্যাক। স্নানের আগে মিনিট ১০-১৫ এই ফেস প্যাক লাগিয়ে রাখুন ত্বকে। তারপর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন মুখ। গলার অংশে, কাঁধেও এই ফেস প্যাক ব্যবহার করতে পারেন আপনি।
8/10
ছবি সৌজন্যে- পিক্সেলস। গ্রিন টি, মধু, কাঁচা ডিম, অ্যালোভেরা জেল- এই চারটি উপকরণ আলাদা আলাদা করে কর্ন ফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে তৈরি করতে পারেন ফেস প্যাক।
9/10
ছবি সৌজন্যে- পিক্সেলস। এই ফেস প্যাক সপ্তাহ দু থেকে তিনবার ব্যবহার করলে আপনার ত্বকের অনেক সমস্যাই দূর হবে। ঝকঝকে, মোলায়েম, উজ্জ্বল ত্বক পাবেন আপনি।
10/10
ছবি সৌজন্যে- পিক্সেলস। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Published at : 24 Aug 2024 04:39 PM (IST)