Skin Care With Raw Milk: ক্লেনজার-স্ক্রাবার-ফেসওয়াশ, সবের কাজ একাই করতে পারে কাঁচা দুধ, কী কী উপকার পাবেন?
Skin Care Tips: কাঁচা দুধের সাহায্যে কীভাবে ত্বকের পরিচর্যা করলে সবচেয়ে বেশি উপকার পাবেন? জেনে নিন।
ছবি সূত্র- পিক্সেলস
1/10
ত্বকের যত্নের প্রথম শর্ত হল ভালভাবে ত্বক পরিষ্কার করে রাখা। এক্ষেত্রে দুর্দান্ত কাজ করে কাঁচা দুধ। ফ্রিজে রাখা দুধ তুলোয় ভিজিয়ে মুখ পরিষ্কার করতে পারেন।
2/10
দুধ দিয়ে ত্বক পরিষ্কার করলে ত্বকের গভীরে জমে থাকা নোংরা-ময়লা যেমন সহজে পরিষ্কার হবে তেমনই আর্দ্র থাকবে ত্বক। দূর হবে রুক্ষ, শুষ্ক ভাব।
3/10
দুধ ফোটানোর আগে যে অবস্থায় থাকে সেই কাঁচা দুধ ত্বকের যত্নে ব্যবহার করতে হবে। তুলো দুধে ভিজিয়ে ত্বক পরিষ্কার করুন। হাত ব্যবহার না করাই ভাল।
4/10
কাঁচা দুধ, দুধের সর, এই দুটো জিনিসই স্ক্রাবার হিসেবে দারুণ। সহজে ডেড স্কিন সেল ঝরিয়ে ত্বকের জেল্লা ফিরিয়া আনে। বজায় রাখে ত্বকের আর্দ্র ভাব।
5/10
কাঁচা দুধ দিয়ে নিয়মিত ত্বক পরিষ্কার করলে যাবতীয় কালচে দাগছোপ সহজে দূর হয়। যাঁদের ত্বকে কালচে দাগছোপ রয়েছে তাঁরা এই উপকরণ ব্যবহার করে দেখতে পারেন।
6/10
বাড়িতে ফেসপ্যাক তৈরি করার ক্ষেত্রে কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে নিতে পারেন অল্প হলুদ গুঁড়ো এবং সামান্য মধু। এই মিশ্রণ মুখে, গলায়, ঘাড়ে, হাতে, পায়ে, কনুইতে ব্যবহার করলে সহজে ট্যান দূর হবে।
7/10
দুধের সরের সঙ্গেও হলুদ গুঁড়ো আর মধু মিশিয়ে ত্বকের পরিচর্যায় ব্যবহার করতে পারেন। ত্বকের জেল্লা বাড়ানোর পাশাপাশি বজায় রাখবে ত্বকের আর্দ্র, মোলায়েম ভাবও।
8/10
চেষ্টা করুন ত্বকের যত্নে ফ্রিজে রাখা ঠান্ডা দুধ ব্যবহার করতে। কাঁচা দুধের মধ্যে সামান্য গুঁড়ো দুধ মিশিয়েও স্নানের আগে স্ক্রাবিং করে নিতেপারেন। ট্যান দূর করার জন্য এই মিশ্রণ আদর্শ।
9/10
বাজারচলতি ক্লেনজার, ফেসওয়াশ, টোনারের পরিবর্তে প্রতিদিন অল্প একটু কাঁচা দুধ ব্যবহার করেই ত্বকের সবচেয়ে ভাল পরিচর্যা সম্ভব। একটা জিনিস দিয়েই দূর হবে ত্বকের অনেক সমস্যা।
10/10
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Published at : 22 May 2025 07:05 PM (IST)