Snoring: নাক ডাকার অভ্যাস অজান্তেই ডেকে আনছে বিপদ, জানেন কী হতে পারে
অস্ট্রেলিয়ার একটি গবেষণা সংস্থা নাকডাকার সঙ্গে রক্তচাপ বৃদ্ধির একটি যোগসূত্রে খুঁজে পেয়েছে।(:ছবি সৌজন্য- এবিপি নিউজ)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওই গবেষণা জানা গেছে, প্রতিদিন রাতে যাঁরা ঘুমনোর সময় নাক ডাকেন তাঁরা উচ্চ রক্তচাপের রোগী হওয়ার পাশাপাশি হাইপার টেনশনেও ভোগেন।(:ছবি সৌজন্য- এবিপি নিউজ)
নাক ডাকার ফলে উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রক্তনালীতে চাপ বৃদ্ধি হয়। এর ফল হৃদযন্ত্রের ক্ষতি হওয়ার পাশাপাশি হার্ট অ্যাটাক, স্ট্রোক, হৃদযন্ত্র বিকল হওয়ার পাশাপাশি হৃদযন্ত্রের রোগেও ভোগেন।(:ছবি সৌজন্য- এবিপি নিউজ)
রক্তচাপের পরিমাণ ১২০/৮০ পর্যন্ত পৌঁছে যায়। প্রথমত হৃদযন্ত্র যখন রক্ত পাম্প করে তখন ধমনীতে অতিরিক্ত রক্তের চাপ বৃদ্ধি হয়। দ্বিতীয়ত প্রথম ও দ্বিতীয় কম্পনের মধ্যে হৃদযন্ত্রের যে বিশ্রাম পাওয়ার কথা তা পায় না।(:ছবি সৌজন্য- এবিপি নিউজ)
সুইডেনের গবেষকদের দাবি, যাঁরা নাক ডেকে ঘুমান তাঁদের ক্যানসার আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।(:ছবি সৌজন্য- এবিপি নিউজ)
নাকের ভিতর দিয়ে বায়ুপ্রবাহের পথটি রুদ্ধ হয়ে আসে। তাই নাক ডাকতে বাধ্য হয় মানুষ।(:ছবি সৌজন্য- এবিপি নিউজ)
সাধারণত মোটা মানুষদের নাক ডাকতে বেশি দেখা যায়। এই ধরনের রোগীরা টাইপ ২ ডায়াবেটিসে ভোগার পাশাপাশি এদের রক্তে অক্সিজেনের মাত্রা হ্রাস পায়।(:ছবি সৌজন্য- এবিপি নিউজ)
নাক ডাকার উপসর্গকে অবহেলা করলে পরে তা মৃত্যুর কারণ হতে পারে।(:ছবি সৌজন্য- এবিপি নিউজ)
৫০ বছরের কম বয়সী যাঁরা নাক ডাকেন তাঁদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। এর জন্য ভবিষ্যতে হৃদরোগের সমস্যাও হতে পারে। (:ছবি সৌজন্য- এবিপি নিউজ)
নাক ডাকার অভ্যাসের কারণে শরীরের কোষ গুলিতে অক্সিজেনের সরবারহ কমে যায়।(:ছবি সৌজন্য- এবিপি নিউজ)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -