Heat And Death:কেন প্রাণঘাতী হয়ে ওঠে হিটস্ট্রোক? কী ভাবে বাঁচবেন?

Heatwave And Danger: জলবায়ু পরিবর্তনের ফলে যে গোটা বিশ্বে, সার্বিক গড় তাপমাত্রা ক্রমবর্ধমান, সে নিয়ে আলোচনা নেহাৎ কম হচ্ছে না। এবং এই তাপমাত্রা বৃদ্ধিতে বিপদ বহু। যেমন, হিটস্ট্রোক।

কেন প্রাণঘাতী হয়ে ওঠে হিটস্ট্রোক? কী ভাবে বাঁচবেন? (ছবি:PTI)

1/9
গরম থেকে ঠান্ডা, মাঝে বৃষ্টি-- আজন্ম আবহাওয়ার এক এক রূপ দেখতে অভ্যস্ত মানুষ। আর এদেশের মানুষ হলে তো কথাই নেই। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে যে গোটা বিশ্বে, সার্বিক গড় তাপমাত্রা ক্রমবর্ধমান, সে নিয়ে আলোচনা নেহাৎ কম হচ্ছে না। এবং এই তাপমাত্রা বৃদ্ধিতে বিপদ বহু। (ছবি:PTI)
2/9
পরিবেশ, জীববৈচিত্র্য, ইকো-সিস্টেমের ভোলবদল তো বটেই, এই তীব্র তাপ ঘাতক হয়ে দাঁড়াচ্ছে মানুষের পক্ষেও। তাপপ্রবাহে প্রাণহানির একাধিক খবর সামনে এসেছে এবার। কেন তীব্র তাপে মৃত্যুর কোলে ঢলে পড়ে মানবদেহ? (ছবি:PTI)
3/9
সাধারণ অবস্থায়, মানবদেহের গড় তাপমাত্রা থাকে ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এর থেকে ৭ ডিগ্রি বাড়লেই হতে পারে হিটস্ট্রোক। কিন্তু কী ভাবে?
4/9
দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা হঠাৎ করে ভীষণ বেড়ে গেলে ভয়ঙ্কর ঘাম হতে থাকে। ফল? মারাত্মক জলশূন্যতা যা কিনা প্রাণঘাতী হয়ে দাঁড়াতে পারে। (ছবি:PIXABAY)
5/9
আরও একটি আশঙ্কা থেকে যায়। হিটস্ট্রোক। হঠাৎ করে দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধি মানে ত্বককে ঠান্ডা করার জরুরি পরিস্থিতি। এমন অবস্থায়, পাকস্থলী এবং অন্ত্র থেকে বেশিরভাগ রক্ত এবং অক্সিজেন ত্বকের দিকে ধাবিত হয়। এটি বিপদের কারণ হতে পারে। বস্তুত এটি থেকে একের পর এক ঘটনা ঘটতে ঘটতে মাল্টি-অর্গান ফেলিওর হয়ে কারও মৃত্যুও অসম্ভব নয়। ডাক্তাররা আরও জানাচ্ছেন, কারও কারও ক্ষেত্রে আবার চাপ পড়তে পারে হার্টের উপরও। সে ক্ষেত্রে হঠাৎ করে রক্তচাপ কমে গিয়ে বিপদের আশঙ্কা তৈরি হয়।
6/9
শুধু হৃৎপিণ্ড নয়, তুমুল তাপে গণ্ডগোল হতে পারে মস্তিষ্কেও। একাধিক ডাক্তার মনে করেন, এর ফলে কোনও কোনও ব্যক্তির স্বচ্ছ চিন্তাভাবনার প্রক্রিয়া ধাক্কা খেয়ে থাকে। (ছবি:PIXABAY)
7/9
এতে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা হয়ে ওঠে। তাপপ্রবাহের ফলে যে দেহে আনুষঙ্গিক কোনও সমস্যা হচ্ছে, এই চিন্তাটুকু করার মতো অবস্থায় থাকেন না সেই ব্যক্তি। বিভ্রান্তি বা কনফিউশন তৈরি হয়। ফল? সহজেই আন্দাজ করা যায়। (ছবি:PIXABAY)
8/9
তাপ কতটা ঘাতক হতে পারে, সেটা বোঝার জন্য কোনও কোনও বিজ্ঞানী আবার wet bulb globe temperature নামে এক ধরনের পরিমাপ ব্যবহার করেন। এতে শুধু তাপের তীব্রতা নয়, আর্দ্রতা, সৌর বিকিরণ এবং বায়ু চলাচলের বিষয়টিও বিবেচনা করা হয়।
9/9
এই পরিমাপ থেকে গবেষকদলের অনেকেই দেখেছেন, শুকনো তাপপ্রবাহের তুলনায় আর্দ্র তাপপ্রবাহে বেশি প্রাণহানি হয়ে থাকে। কারণ যা-ই, হিটস্ট্রোকের মতো এমার্জেন্সির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে দ্রুত ঠান্ডা করা দরকার। এর জন্য সবথেকে ভাল উপায় হল, তাঁকে এক বালতি ঠান্ডা জলে চুবিয়ে দেওয়া। তবে ডাক্তারের পরামর্শের কোনও বিকল্প হয় না। যে কারণগুলি আলোচনা করা হল, সেগুলি সকলের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। কার ক্ষেত্রে কোন কারণটি সক্রিয় হয়েছে আর তাঁর কী চিকিৎসা দরকার, সেটি একমাত্র ডাক্তারই বলতে পারবেন। (ছবি:PTI)
Sponsored Links by Taboola