Soft And Smooth Hands: ঘরোয়া টোটকাতেই মোলায়েম থাকবে হাতের ত্বক
সৌন্দর্যের বিচারে মুখ বাদ দিলে, তারপরেই আসে হাতের প্রসঙ্গ। কারণ সহজেই চোখে পড়ে হাত এবং হাতের নখ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাতের ত্বক মোলায়েম রাখতে এবং মসৃণ রাখতে ভরসা করা যায় বেশ কিছু ঘরোয়া টোটকার উপরে।
লেবু ও চিনির তৈরি স্ক্রাব হাতের জন্য ভাল। লেবু ভিটামিন সি-এর উৎস। যা ত্বক মোলায়েম করে।
অন্যদিকে চিনি প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট অর্থাৎ মৃত কোষ সরায়। ২টো একসঙ্গে মিশিয়ে স্ক্রাব তৈরি করা যায়।
দুধ ও মধু। দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড মৃত কোষ সরাতে কাজে লাগে অর্থাৎ এক্সফোলিয়েট করে।
মধু প্রাকৃতিক ময়েশ্চরার যা ত্বককে হাইড্রেট করে। দুটি সমান পরিমাণে মিশিয়ে হাতে মেখে, তারপর কিছুক্ষণ রেখে ধুয়ে নিতে হবে।
অলিভ অয়েল এবং চিনি মিশিয়েও স্ক্রাব তৈরি করা যায়। যা হাত মোলায়েম রাখতে সাহায্য করবে।
অলিভ অয়েল এবং চিনি সমান পরিমাণে নিতে হবে। ওই মিশ্রণ আলতো করে হাতে মেখে কিছুক্ষণ রেখে দেবেন। পরে উষ্ণ জলে ধুয়ে নিতে হবে।
ত্বকের জন্য নারকেল তেল ভীষণ উপকারী। হাতের ত্বকের জন্য় ব্যবহার করা যায়। ভিটামিন ই এবং ফ্য়াটি অ্যাসিড রয়েছে নারকেল তেলে। যা ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে। ত্বল নরম করে। সামান্য ব়্যাশের সমস্যা থাকলেও উপকার মেলে। নারকেল তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে নিয়ে আরও উপকার মেলে।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -