Amla: শীতের মরসুমে আমলকির রস খাওয়ার উপকারিতা কী কী, দেখে নিন একনজরে
যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাঁরা নিয়ম করে শীতকালের সকালে আমলকির রস খেতে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআমলকি সেদ্ধ করে গরম ভাতের সঙ্গেও খাওয়া যা। এর ফলে সর্দি, কাশি এবং অন্যান্য সমস্যা দূর হয়।
শীতকালে অনেকসময় আমাদের জল কম খাওয়া হয়। এর ফলে বদহজমের সমস্যা দেখা দিতে পারে। আমলকির রস বদহজমের সমস্যা দূর করতে সাহায্য করে।
লিভারের সমস্যা দূর করে আমলকি। সেই সঙ্গে ভাল রাখে আপনার হৃদযন্ত্র। তাই শীতের মরসুমে রোজ একটা আমলকি খেতে পারেন।
যাঁরা শারীরিক ভাবে একটু দুর্বল তাঁরা শীতের মরসুমে বেশি ভোগেন। সহজে ঠান্ডা লেগে যায় তাঁদের। তবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সুদৃঢ় করতে সাহায্য করে আমলকির রস।
আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তাই সর্দি কাশির সমস্যায় এই ফল দারুণ ভাবে কাজে লাগে। আমলকি সেদ্ধ বা আমলকির রস খেতে পারেন রোজ।
শুধু স্বাস্থ্যের যত্নে নয়, চুলের সমস্যার সমাধানেও দারুণ ভাবে কাজে লাগে আমলকি। শীতের মরসুমে চুলের রুক্ষ শুষ্ক ভাব দূর করতে এবং নতুন চুল গজাতে ও অন্যান্য সমস্যা দূর করতে কাজে লাগে আমলকি।
কিডনির সমস্যা থেকলে সেক্ষেত্রেও উপশমের ক্ষেত্রে কাজে লাগে আমলকির রস।
আমলকির রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে পারে। এ ছাড়াও এটি পেটের গোলযোগ ও বদহজম রুখতে সাহায্য করে।
আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এ ছাড়াও চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের প্রদাহ, চোখ চুলকানি বা জল পড়ার সমস্যা থেকে রেহাই দেয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -