Pet Dogs: শীতের মরশুমে ক্রমশ বাড়ছে বায়ুদূষণের মাত্রা, কীভাবে সুরক্ষিত রাখবেন পোষ্য কুকুরদের?

Air Pollution: বায়ুমণ্ডলে দূষণের মাত্রা বেড়ে যাওয়া পোষ্যদের স্বাস্থ্যের জন্য খুবই হানিকারক। তাই সাবধানতা অবলম্বন করতেই হবে।

ছবি সূত্র- পিক্সেলস

1/10
শীতকাল মানেই বাড়বে বায়ু দূষণের মাত্রা। আর দীপাবলি উৎসব এবং কালীপুজোর সময় বাজি ফাটানোর ফলে বাতাসে ডাস্ট পার্টিকেলসের পরিমাণ একধাক্কায় অনেকটা বেড়ে যায়।
2/10
এই পরিবেশে আপনার যেমন সতর্ক থাকা প্রয়োজন, তেমনই সাবধানে রাখতে হবে বাড়ির পোষ্যদেরও। যাঁদের বাড়িতে পোষ্য কুকুর কিংবা বিড়াল রয়েছে, তাঁরা এই সময়ে ওদের সাবধানে রাখার জন্য কী কী সতর্কতা অবলম্বন করবেন, একঝলকে জেনে নেওয়া যাক।
3/10
প্রসঙ্গত উল্লেখ্য বায়ুমণ্ডলে দূষণের মাত্রা বেড়ে যাওয়া পোষ্যদের স্বাস্থ্যের জন্য খুবই হানিকারক। তাই সাবধানতা অবলম্বন করতেই হবে। এক্ষেত্রে কী কী করণীয় দেখে নিন।
4/10
আপনার বাড়িতে পোষ্যরা যেখানে ঘুমোয়, সেই বিছানা নিয়মিত পরিষ্কার করা এবং স্যানিটাইজ করা দরকার। তাহলে পোষ্যদের অ্যালার্জি হওয়ার এবং শরীর খারাপ হওয়ার প্রবণতা এবং ঝুঁকি কমবে।
5/10
ধুলো থেকে মানুষের মতোই পশুপাখিদেরও অ্যালার্জি হতে পারে। তাই ওদের বিছানা পরিষ্কার রাখা খুবই জরুরি।
6/10
বাইরে বেরনোর পরিমাণ কমাতে হবে- অনেকে পোষ্য কুকুরকে সঙ্গে নিয়ে হাঁটতে বেরোন। এর ফলে পোষ্যেরও একটু হাঁটাচলা, একসারসাইজ হয়ে যায়। একই সঙ্গে আপনিও সেরে নিতে পারেন নিজের ছোটখাটো হাঁটার সেশন। সঙ্গে প্রিয় পোষ্য থাকার ফলে কোনও সমস্যাও হয় না।
7/10
কিন্তু দূষণের মাত্রা বেড়ে গেলে পোষ্যদের নিয়ে বাইরে কম হাঁটতে বেরনো উচিত। কারণ ওরা যত ধুলোর মধ্যে থাকবে ততই বাড়তে পারে অ্যালার্জি কিংবা অন্যান্য শরীর খারাপের পরিমাণ।
8/10
শীতের দিনে ঘরের ভিতরে পরিশুদ্ধ বাতাস পাওয়ার জন্য অনেকেই ব্যবহার করেন এয়ার পিউরিফায়ার। শুধুমাত্র মানুষ নয় পোষ্যদের জন্যেও ঘরে রাখতে পারেন এয়ার পিউরিফায়ার। এর মাধ্যমে ঘরের ভিতরের বাতাসের মধ্যে থেকে দূষিত পদার্থ দূর করা সম্ভব হয়।
9/10
এই যন্ত্রাংশ ওইসব উপকরণ শুষে নেয়। পরিবর্তে ঘরে প্রদান করে শ্বাস নেওয়ার উপযুক্ত পরিশুদ্ধ অক্সিজেন। অতএব বাড়িতে এয়ার পিউরিফায়ার থাকলে পলিউট্যান্ট অর্থাৎ দূষিত উপকরণহীন বাতাস নিহশ্বাস-প্রশ্বাসে ব্যবহার করতে পারবে পোষ্যরাও।
10/10
দূষণের থেকে পোষ্য কুকুরদের অনেকসময় গলায় চুলকানির সমস্যা দেখা দেয় (বাইরে থেকে নয়, ভিতরে)। যেহেতু ওরা ভাষায় ওদের অসুবিধা প্রকাশ করতে পারে না, তাই আপনাকেই সতর্ক থাকতে হবে। পোষ্যদের আশপাশে জল রেখে দিন একটা পাত্রে। আর খেয়াল রাখুন ওরা ঠিকভাবে জল খাচ্ছে কিনা, সেইদিকে।
Sponsored Links by Taboola