Aloe Vera: গরমের দিনে ত্বকের কোন কোন সমস্যা দূর করে অ্যালোভেরা জেল?
ত্বকের যত্নে অ্যালোভেরা সবসময়েই উপকারি। বছরের অন্যান্য মরশুমের মতো গরমকালেও ত্বকের যথেষ্ট যত্ন এবং পরিচর্যা প্রয়োজন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল। গরমের দিনে ত্বকের যত্নে কীভাবে অ্যালোভেরা ব্যবহার করবেন দেখে নিন একনজরে।
ত্বক আর্দ্র বা হাইড্রেটেড রাখতে হলে নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। ত্বকের জন্য ন্যাচারাল ময়শ্চার হিসেবে ব্যবহার করা যায়।
এর পাশাপাশি গরমের মরসুমে ত্বক ঠান্ডা রাখতেও সাহায্য করে অ্যালোভেরা জেল। এছাড়াও ত্বকের জ্বালাপোড়া ভাব, লাল হয়ে যাওয়া বা র্যাশের সমস্যা কমিয়ে দেয় অ্যালোভেরা।
গরমের দিনে বাইরে থেকে বাড়িতে ফিরলে মুখের জ্বালাপোড়া ভাব কমাতে চাইলে কুলিং ফেস মাস্ক হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। সানবার্নের সমস্যা নিমেষে দূর করতে সাহায্য করে অ্যালোভেরা জেল।
এছাড়াও ত্বকের জেল্লায় বাড়ায় এবং রুক্ষ ও শুষ্ক ভাব দূর করে। বরফের টুকরো এবং অ্যালোভেরা জেল একসঙ্গে নিয়ে ত্বকে ম্যাসাজ করলে জ্বালাপোড়া ভাব কমতে পারে খুব কম সময়ে।
ত্বক পরিষ্কার রাখার জন্য টোনার ব্যবহার করা প্রয়োজন। এর জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেলের সঙ্গে সামান্য জল মিশিয়ে সেই মিশ্রণ টোনার হিসেবে ব্যবহার করুন। এর ফলে ত্বকের পিএইচ লেভেল সঠিক মাত্রায় বজায় রাখবে। প্রতিদিনই এই টোনার ব্যবহার করতে পারেন।
ত্বকের জেল্লা বজায় রাখার জন্য মরা কোষ ঝরানো প্রয়োজন। অর্থাৎ ডেড স্কিন সেল ঝরানোর প্রয়োজন রয়েছে। এর ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
তার পাশাপাশি ত্বকের বিভিন্ন পোরস খুলে যায়। ময়লা দূর হয় এবং এর পাশাপাশি ব্রনর সমস্যা দূর হয়। ব্রনর ফলে যে ত্বকে দাগছোপ হয় সেই দাগও দূর হয়।
গরমকালেও ঠোঁটে রুক্ষ এবং শুষ্ক ভাব দেখা যায়। সেক্ষেত্রে ঠোঁটে অ্যালোভেরা জেল লিপবাম হিসেবে ব্যবহার করতে পারেন। গরমের দিনে সূর্যের ক্ষতিকারক আলট্রা ভায়োলেট রে থেকে ঠোঁটকে রক্ষা করতে সাহায্য করে এই উপকরণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -