Blood Donation Myths: ভুল ধারণা থেকে পিছু হটছেন না তো? রক্তদানের ক্ষেত্রে যে বিষয়গুলি না জানলেই নয়…

Medical Myths: তথ্য যাচাই করে নিন, বিশেষজ্ঞের পরামর্শ নিন। তবে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসা উচিত। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

1/10
রক্তদান মহৎ কাজ। কিন্তু রক্তদানের কথা উঠলে পিছু হটেন অনেকেই।
2/10
এক্ষেত্রে রক্তদান নিয়ে প্রচলিত ধারণাও অনেক ক্ষেত্রে দায়ী। যেমন-
3/10
রক্তদানের পর অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি: রক্ত দান করলে সুস্থ শরীর অসুস্থ হয়ে পড়ে বলে মনে করেন অনেকে। রক্তদানের পর চিকিৎসকরা বিশ্রাম এবং তরল পানের উপর জোর দেন। কিন্তু রক্তদানের দরুণ অসুস্থ হওয়ার ঝুঁকি নেই। কারণ ৪৮ ঘণ্টার মধ্যেই রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়। আগে থেকে অসুস্থ থাকলে অন্য কথা।
4/10
বয়স্কদের রক্ত দান করা উচিত নয়: এমন কোনও নির্দেশ নেই চিকিৎসা বিজ্ঞানে। আমেরিকায় বয়স ১৬ বছরের ঊর্ধ্বে হলে, ৫০ কেজির বেশি ওজন হলেই রক্তদানে অংশ নেওয়া যায়। ব্রিটেনে আবার ১৭-৬৬ বছর বয়সিরা রক্তদান করতে পারেন। আগে যাঁরা রক্ত দান করেছেন, ৭০ বছর পর্যন্ত তাঁরাও রক্ত দান করতে পারেন। এক্ষেত্রে এক এক দেশে, এক এক রকমের নিয়ম।
5/10
ওষুধ চললে রক্তদান নয়: কিছু ক্ষেত্রে সত্য, কিছু ক্ষেত্রে সত্য নয়। অ্যান্টিকোয়াগুলেন্টস (রক্ত জমে যাওয়ার সমস্যা থাকলে, অ্যান্টিপ্লেটলেট ওষুধ এবং কিছু ক্ষেত্রে ব্রণর চিকিৎসা চললে ওষুধ গ্রহণকারী ব্যক্তিদের রক্ত দান করা উচিত নয়। গুরুতর অসুখে, মারণ রোগে আক্রান্ত হলে বেশ কিছু ক্ষেত্রে রক্তদানে নিষেধাজ্ঞা থাকে। এ ব্যাপারে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে নেওয়া ভাল।
6/10
দীর্ঘসময় অতিবাহিত হয়: রক্তদানে অনেক সময় লাগে বলেও ধারণা রয়েছে অনেকের। একথা সর্বৈব সত্য নয়। স্বাভাবিক পরিস্থিতিতে ৮-১০ মিনিটের মধ্যেই মিটে যেতে পারে। খুব বেশি হলে ১৫ মিনিট।
7/10
রক্তদান যন্ত্রণাদায়ক: সূচে ভয় থাকে আনেকের। কিন্তু রক্তদান যন্ত্রণাদায়ক নয়। একবার সূচ শরীরে প্রবেশ করে গেলে, আর তেমন কোনও সমস্যা হয় না।
8/10
বছরে একবারই রক্তদান: বছরে একবারই রক্ত দান করা যায় বলে ধারণা প্রচলিত রয়েছে। কিন্তু American Red Cross জানিয়েছে, ৫৬ দিন অন্তর অন্তর রক্ত দান করা যায়।
9/10
ট্যাটু, পিয়ার্সিং থাকলে রক্তদান নয়: এমন কোনও নিষেধাজ্ঞা নেই। Red Cross জানিয়েছে, সঠিক পদ্ধতিতে ট্যাটু না করা হলে, তিন মাস অপেক্ষা করা ভাল। কান-নাক ফুটো করার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তবে সবকিছু সঠিক পদ্ধতিতে হয়ে থাকলে, দুশ্চিন্তার কারণ নেই।
10/10
উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল থাকলে রক্ত দান করা যায় না এমন নয়। তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে এগোন। অ্যানিমিয়া থাকলে রক্ত দান না করার পরামর্শই দেওয়া হয়। রক্ত দান করার যথেষ্ট সংখ্যক লোক রয়েছে ভেবেও অনেকে পিছিয়ে যান। কিন্তু চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্তের জোগান নেই। তাই রক্তদানে যত বেশি মানুষ এগিয়ে আসেন, ততই ভাল। জড়তা কাটাতে বিশেষজ্ঞের পরামর্শ নিন। ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেই মতো নিয়ম মেনে চলুন।
Sponsored Links by Taboola