Bone disease : বয়স বাড়লেই হাড়ের রোগ বাড়ে মহিলাদের ! কেন এমনটা হয়
Rheumatoid Arthritis for Menopause: বয়স বাড়লেই হাড়ের রোগ বাড়তে থাকে মহিলাদের। সম্প্রতি এক গবেষণায় জানা গেল এর কারণ।
বয়স বাড়লেই কেন হাড়ের রোগ মহিলাদের? (প্রতীকী ছবি সৌজন্য: পিক্স্যাবে)
1/10
বয়সের সঙ্গে সঙ্গে সবারই শরীর দুর্বল হয়। এর পাশাপাশি হাড়ের সমস্যা, জয়েন্টে ব্যথাও দেখা দিতে থাকে। মহিলাদের মধ্যে এই সমস্যার যেন বাড়বাড়ন্ত। (প্রতীকী ছবি সৌজন্য: পিক্স্যাবে)
2/10
এই রোগের পোশাকি নাম রিউমাটয়েড আর্থ্রাইটিস। কিন্তু কেন এই সমস্যা হয় বয়স বাড়লে? সম্প্রতি এক গবেষণায় এর উত্তর পাওয়া গেল। (প্রতীকী ছবি সৌজন্য: পিক্স্যাবে)
3/10
ব্রিটিশ মেডিকাল জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে। তাতে মহিলাদের রিউমাটয়েড আর্থ্রাইটিসের পিছনে বেশ কিছু কারণের কথা বলা হয়েছে। এই কারণগুলির জন্য বয়স খুব বেশি না হলেও হাড়ের সমস্যা দেখা দিতে থাকে।(প্রতীকী ছবি সৌজন্য: পিক্স্যাবে)
4/10
গবেষণায় প্রথমেই বলা হয়েছে মেনোপজের কথা। ৪৫ বছর বয়স হওয়ার আগেও অনেকের ঋতুবন্ধ হয়ে যায়। এমন ক্ষেত্রে হাড়ের এই সমস্যাগুলির আশঙ্কা বেড়ে যায়। (প্রতীকী ছবি সৌজন্য: পিক্স্যাবে)
5/10
মহিলাদের পিরিয়ড যতদিন হয়, ততদিনই সন্তানধারণের সম্ভাবনা থাকে। এই সময়কাল ৩৩ বছরের কম হলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের আশঙ্কা বেড়ে যায় বলে জানাচ্ছে গবেষণা। (প্রতীকী ছবি সৌজন্য: পিক্স্যাবে)
6/10
এছাড়াও, বেশ কিছু অন্য কারণও রয়েছে। যেমন, একসঙ্গে চার পাঁচটি শিশু থাকা। একসঙ্গে চার-পাঁচজনের মা এমন মহিলাদের হাড়ের রোগের আশঙ্কা তুলনামূলকভাবে বেশি। (প্রতীকী ছবি সৌজন্য: পিক্স্যাবে)
7/10
মেনোপজের সময় কিছু জরুরি ট্রিটমেন্ট করানোর দরকার পড়ে। এর মধ্যে একটি হল হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। এই বিশেষ থেরাপির কারণেও হাড়ের সমস্যা বেড়ে যেতে পারে। (প্রতীকী ছবি সৌজন্য: পিক্স্যাবে)
8/10
শারীরিক সমস্যার কারণে অনেক মহিলার শরীর থেকে ডিম্বাশয় বা জরায়ু অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়। অনেক সময় ডিম্বাশয় ও জরায়ু দুই-ই বাদ পড়ে শরীর থেকে। (প্রতীকী ছবি সৌজন্য: পিক্স্যাবে)
9/10
গবেষকদের দাবি, এমন মহিলারাও রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী হতে পারেন। বয়স বাড়লে হাড়ের বিভিন্ন জয়েন্টে ব্যথা, হাড় দুর্বল হয়ে যাওয়ার লক্ষণ দেখা দেয়। (প্রতীকী ছবি সৌজন্য: পিক্স্যাবে)
10/10
দুই লাখেরও বেশি মহিলাদের নিয়ে এই গবেষণা করা হয়েছে ব্রিটেনে। তাতে রিউমাটয়েড আর্থ্রাইটিস হাড় ক্ষয়ে যাওয়া ছাড়াও পেশি দুর্বল হয়ে পড়ার মতো রোগের হদিশ পাওয়া গিয়েছে। (প্রতীকী ছবি সৌজন্য: পিক্স্যাবে)
Published at : 11 Jan 2024 05:38 PM (IST)