Diabetes : হঠাৎ ব্লাড সুগার লো হয়ে রোগী অজ্ঞান হয়ে যেতে, হতে পারে মৃত্যুও ! কী করবেন

হাইপোগ্লাইসেমিয়া বা hypoglycemia, ব্লাড সুগারের রোগীদের ক্ষেত্রে একটি সাধারণ সমস্যা।

Diabetes : হঠাৎ ব্লাড সুগার লো হয়ে রোগী অজ্ঞান হয়ে যেতে, হতে পারে মৃত্যুও ! কী করবেন

1/10
রক্তে শর্করার পরিমাণ অনেকটা কমে গেলে তাকে চিকিৎসার পরিভাষায় ‘হাইপোগ্লাইসেমিয়া’ বলা হয়।
2/10
হাইপোগ্লাইসেমিয়া বা hypoglycemia, ব্লাড সুগারের রোগীদের ক্ষেত্রে একটি সাধারণ সমস্যা। এই সমস্যায় জর্জরিত হন অনেকেই। বিশেষত যাঁরা নিয়মিত ব্লাড সুগারের ওষুধ খেয়ে থাকেন, তাঁদের মধ্যে এই সমস্যা কিন্তু খুবই কমন !
3/10
রক্তে গ্লুকোজের মাত্রা (blood sugar levels ) থাকা দরকার ৭০ থেকে ১০০ mg/dL। এবার হাইপোগ্লাইসেমিয়া পরিস্থিতিতে ব্লাড সুগারের মাত্রা ৮০ এর থেকে কমে যায়।
4/10
বেশি খিদে পাওয়া, গলা শুকিয়ে যাওয়া , এগুলি হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ।
5/10
মাথা ঘোরে, বুকের ভিতর চাপ লাগে । এগুলি হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ।
6/10
মাথা ঝিমঝিম করা , মাথা ঘোরা ঘাম হওয়া । এই ঘাম মোটেই কঠোর পরিশ্রমের পরে হওয়া ঘাম নয়। এগুলিকে বলা হয় কোল্ড সোয়েট।
7/10
সিভিয়ার hypoglycemia র ক্ষেত্রে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে মৃত্যু পর্যন্ত হতে পারে।
8/10
তাই সেক্ষেত্রে শিরার মধ্যে ইঞ্জেকশন বা ইনট্রাভেনাস ইঞ্জেকশন দিতে হয়। দ্রুত হাসপাতালে ভর্তি করে মনিটরিং করতে হয়।
9/10
বিশেষ এক ধরনের স্যালাইনও দিতে হয়। মাইল্ড hypoglycemia রক্ষেত্রে মিষ্টি জাতীয় খাবার খেলে সমস্যা কমে যায়।
10/10
বিশেষ এক ধরনের স্যালাইনও দিতে হয়। মাইল্ড hypoglycemia রক্ষেত্রে মিষ্টি জাতীয় খাবার খেলে সমস্যা কমে যায়।
Sponsored Links by Taboola